জাপান সফর বাতিল করল বার্সেলোনা, অনিশ্চয়তায় দক্ষিণ কোরিয়ার ম্যাচগুলোও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৩:১৯

শেয়ার

জাপান সফর বাতিল করল বার্সেলোনা, অনিশ্চয়তায় দক্ষিণ কোরিয়ার ম্যাচগুলোও
ম্যাচ শুরুর আগে ওয়ার্ম-আপে রাফিনিয়া ও লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স।

গ্রীষ্মকালীন প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে জাপান সফর বাতিল করেছে বার্সেলোনা। ভিসেল কোবের বিপক্ষে রবিবারের প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের, কিন্তু আয়োজক প্রতিষ্ঠানের ‘গুরুতর চুক্তিভঙ্গের’ কারণে ম্যাচটি বাতিল করার ঘোষণা দিয়েছে বার্সা। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার এফসি সিওল (৩১ জুলাই) ও ডেগু এফসি (৪ আগস্ট)এর বিপক্ষে দুটি ম্যাচও পড়েছে অনিশ্চয়তার মুখে।

 

বুধবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, “চুক্তিভঙ্গের কারণে আমরা জাপানের ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছি। তবে দক্ষিণ কোরিয়ার সফরটি এখনও বিবেচনার মধ্যে আছে। আয়োজকের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সফরটি বাস্তবায়ন করা হতে পারে।”

 

বার্সার এই সিদ্ধান্তে হতাশ জাপানি ক্লাব ভিসেল কোবেও। এক বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করে জানায়, “এই সিদ্ধান্ত অনেক ভক্তের মনে আশাভঙ্গের সৃষ্টি করেছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যথাযথ পদক্ষেপ নিচ্ছি।”

 

বার্সেলোনা তাদের বিবৃতিতে আয়োজকের নাম প্রকাশ না করলেও শুরুতে সফর ঘোষণার সময় তারা জাপান অংশের আয়োজক হিসেবে ইয়াসুদা গ্রুপ-এর নাম দিয়েছিল।

 

এদিকে দক্ষিণ কোরিয়ার অংশের আয়োজক সংস্থা ডি-ড্রাইভ জানিয়েছে, তারা এখনও পুরো সফর সফল করতে বদ্ধপরিকর। ডি-ড্রাইভের সিইও সিওল হ্যাম বলেন, “কোরিয়ান ভক্তদের বলছিদয়া করে নিশ্চিন্ত থাকুন। আমরা সফরের বাকি অংশ সাফল্যমণ্ডিত করতে সবকিছু করব।”

 

এখন সব কিছু নির্ভর করছে আয়োজকদের ওপর। বার্সা যদি শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া সফরে যায়, তাহলে সেটি হবে মূলত শর্ত পূরণের ফলেইনয়তো সেখানে ম্যাচ করাও পড়বে অনিশ্চয়তার মুখে।