থিয়াগো আলমাদাকে নিয়ে আর্জেন্টিনার মেলা অ্যাতলেটিকোতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ১০:৪৮

শেয়ার

থিয়াগো আলমাদাকে নিয়ে আর্জেন্টিনার মেলা অ্যাতলেটিকোতে
আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে থিয়াগো আলমাদা। ছবি: সংগৃহীত।

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীদের যেন আস্থার প্রতীক বানিয়ে ফেলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। দলবদলের বাজারে এবারও সেই ধারা বজায় রাখল তারা। আনহেল কোরেয়া ক্লাব ছাড়ার পর তাঁর জায়গায় আরও এক বিশ্বজয়ী আর্জেন্টাইনকে দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি—নাম থিয়াগো আলমাদা।


ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো থেকে অ্যাতলেটিকোয় পাড়ি জমাচ্ছেন ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে, এখন বাকি কেবল মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক চুক্তি। ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন আলমাদা। যদিও নিয়মিত সুযোগ পাননি, তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তাঁর অবস্থান দৃঢ় হচ্ছে। ক্লাব ক্যারিয়ারে এমএলএস-এর আটলান্টা ইউনাইটেড হয়ে আলো ছড়ানোর পর যান বোতাফোগোতে। সেখান থেকে ধারে খেলেছেন ফরাসি ক্লাব লিওঁতে। ইউরোপে তাঁর পারফরম্যান্সই অ্যাতলেটিকোর নজরে পড়ে। ধারণা করা হচ্ছে, তাঁর ট্রান্সফার ফি ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ইউরোর মধ্যে।


আলমাদার আগমনে আবারও চার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার থাকছে অ্যাতলেটিকো স্কোয়াডে—রদ্রিগো দি পল, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। তবে এই সংখ্যা যেকোনো সময় কমেও যেতে পারে। শোনা যাচ্ছে, দি পল পাড়ি জমাতে পারেন মেসির ইন্টার মায়ামিতে।


আর্জেন্টিনার আধিপত্য শুধু বিশ্বজয়ীদের মাঝেই সীমাবদ্ধ নয়, অ্যাতলেটিকোর স্কোয়াডে আরও দুই আর্জেন্টাইন আছেন—গোলরক্ষক হুয়ান মুসো ও তরুণ ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। ফলে, মাদ্রিদের এই ক্লাব যেন হয়ে উঠেছে ‘মিনি আর্জেন্টিনা’।