শিরোনাম
.jpg)
লা মাসিয়া গ্রাজুয়েট আনসু ফাতি। ছবি: সংগৃহীত।
বার্সেলোনা ও প্রথম দলীয় খেলোয়াড় আনসু ফাতি’র মধ্যে চুক্তি নবায়ন হয়েছে, যার ফলে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্যাম্প ন্যু'র সঙ্গে সম্পর্ক থাকবে গিনি বিসাউয়ে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের। তবে একই সঙ্গে ক্লাব নিশ্চিত করেছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ফ্রান্সের ক্লাব এএস মোনাকোতে ধারে খেলবেন তিনি।
২০০২ সালের ৩১ অক্টোবর গিনি বিসাউয়ের রাজধানী বিসাউয়ে জন্মগ্রহণ করেন ফাতি। মাত্র ছয় বছর বয়সে স্পেনের সেভিয়ায় পাড়ি জমান এবং সেভিয়ার যুবদলে ফুটবল শুরু করেন। ২০১২ সালে ১০ বছর বয়সে যোগ দেন লা মাসিয়ায়, যেখানে দ্রুতই নজর কাড়েন ক্লাব কর্মকর্তাদের।
২০১৯-২০ মৌসুমে মাত্র ১৬ বছর ও ২৯৮ দিন বয়সে রিয়াল বেতিসের বিপক্ষে লিগ ম্যাচে বার্সার হয়ে প্রথমবার মাঠে নামেন আনসু ফাতি। ওই মৌসুমেই ওসাসুনার বিপক্ষে সাদারে গোল করে মাত্র ১৬ বছর ও ৩০৪ দিন বয়সে বার্সার ইতিহাসে অন্যতম কনিষ্ঠ গোলদাতা হয়ে যান।
একই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোল করে মাত্র ১৭ বছর ও ৪০ দিন বয়সে প্রতিযোগিতাটির ইতিহাসে কনিষ্ঠতম গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েন, যা ১৯৯৭ সাল থেকে অক্ষুণ্ন ছিল।
২০১৯-২০ মৌসুমে মোট ৩৩ ম্যাচ খেলা ফাতি এরপর ২০২০ সালের নভেম্বরে গুরুতর হাঁটুর চোটে পড়েন। এরপর নিয়মিত খেলা পেলেও ইনজুরি তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলে। ২০২২-২৩ মৌসুমে ৫১ ম্যাচে ১০ গোল করেন, কিন্তু পুরোনো চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে।
২০২৩-২৪ মৌসুমে ধারে ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলে কিছুটা ছন্দ ফিরে পান। এরপর ২০২৪-২৫ মৌসুমে বার্সায় ফেরেন নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে, খেলেন ১১ ম্যাচ এবং জেতেন দ্বিতীয় লা লিগা, দ্বিতীয় কোপা দেল রে এবং দ্বিতীয় স্প্যানিশ সুপার কাপ।
এই চুক্তি এবং ধারের মাধ্যমে ক্লাব ও খেলোয়াড় দু’পক্ষই আশা করছে, ফাতি আবারও পুরনো ফর্মে ফিরবেন এবং ভবিষ্যতে বার্সার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
আরও পড়ুন: