শিরোনাম
.jpg)
দুই বছরের জন্য বার্সায় থাকার নতুন চুক্তি করলেন এই পোলিশ গোলকিপার। ছবি: সংগৃহীত।
অক্টোবরের শুরুতে বার্সেলোনার ডাক পেয়ে অবসর ভেঙে ফিরেছিলেন ভয়চেক স্ট্যান্সনি। তখনই বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর গল্প এখনও শেষ হয়নি। সেই নাটকীয় ফেরার পথ ধরে এবার আরও দুই বছরের জন্য বার্সায় থাকার চুক্তি করলেন ৩৫ বছর বয়সী এই পোলিশ গোলকিপার।
সোমবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানায়, স্ট্যান্সনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে তারা। মূল গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোটে পড়ার পরই বার্সার দরজায় কড়া নাড়েন সাবেক আর্সেনাল ও ইউভেন্তুস তারকা। তখন মৌসুমের বাকি সময় সামাল দিতে ফেরানো হয়েছিল তাঁকে। কিন্তু স্ট্যান্সনি ফিরেই কোচ হান্সি ফ্লিকের আস্থা অর্জন করে ফেলেন। খেলেন ৩০টি ম্যাচ, বার্সার শিরোপা লড়াইয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
এখন বার্সেলোনার গোলপোস্ট সামলাতে লড়াইয়ে আছেন চারজন! স্ট্যান্সনি, ফিট হয়ে ওঠা স্টেগেন, ইনিয়াকি পেনিয়া ও সদ্য দলে যোগ দেওয়া জোয়ান গার্সিয়া। চারজন রাখার সুযোগ না থাকায় অন্তত একজনকে বিদায় জানাতে হবে। একাডেমি পণ্য পেনিয়া ইতিমধ্যে নতুন ক্লাব খুঁজছেন বলে খবর, আবার বার্সা ভালো প্রস্তাব পেলে স্টেগেনকেও ছাড়তে রাজি।
২০০৯ সালে আর্সেনালে পেশাদার ক্যারিয়ার শুরু করা স্ট্যান্সনি ইউভেন্তুস ছাড়ার পর গত বছর অগাস্টে অবসরের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই অবসর দীর্ঘস্থায়ী হয়নি। বার্সায় ফিরে নিজেকে প্রমাণ করার পাশাপাশি দর্শক ও সতীর্থদের মন জয় করে নিয়েছেন তিনি। এখন সামনে আরও অন্তত দুই মৌসুম—যা হতে পারে তাঁর নতুন ক্যারিয়ারের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়।
আরও পড়ুন: