শিরোনাম
.jpg)
বল দখলের লড়াইয়ে ইরান ও বাংলাদেশের দুই খেলোয়াড়। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ পুরুষ ফুটবল দলের আন্তর্জাতিক ফুটসালে অভিষেক হলো শনিবার (২০ সেপ্টেম্বর)। মালয়েশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইপর্বের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল এশিয়ার মহাশক্তিধর দল ইরান। অভিজ্ঞতা–অপ্রচুরতা আর শক্তির বিশাল ব্যবধানের ম্যাচে বাংলাদেশ হেরেছে ১২-০ গোলে।
সংখ্যাটা বড় মনে হলেও, ফুটসালের প্রেক্ষাপটে এটি তেমন অস্বাভাবিক নয়। কারণ ইরান এশিয়ান ফুটসালের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন এবং বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ে ৫ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নেমেছে এই ফরম্যাটে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন কানাডা প্রবাসী রাহবার খান। গোলরক্ষক হিসেবে দায়িত্ব সামলান জাহিদ হাসান রাব্বি। মাঠে প্রথম একাদশে আরও ছিলেন মাহমুদুল হাসান কিরন, মোস্তফা চৌধুরি ও কাজী ইব্রাহিম। পরবর্তীতে অন্যরাও সুযোগ পান। ২০ মিনিটের দুই অর্ধে গড়া খেলায় প্রথমার্ধে ০-৬ ও দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল হজম করে শেষ পর্যন্ত গোলশূন্য থেকে যায় বাংলাদেশ।
তবুও, অভিষেক ম্যাচে এ ফলাফলকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। অভিজ্ঞ কোচ সাঈদ খোদারাহমির অধীনে প্রায় দেড় মাস প্রস্তুতি নিয়েছে দলটি। ঢাকায় উপযুক্ত কোর্ট না থাকায় কুয়ালালামপুরেই দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে খেলোয়াড়রা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আগে কখনো আন্তর্জাতিক ফুটসালে অংশ নেয়নি। তবে এবার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তারা। বাফুফের বর্তমান কমিটি একাধিক বিদেশি কোচ এনে নতুন করে পরিকল্পনা সাজিয়েছে। ফলে অভিষেকেই বিশ্বের সেরা দলের বিপক্ষে মাঠে নামা, সেটিও লড়াকু মানসিকতা নিয়ে, ইতিবাচক শুরু হিসেবেই দেখা হচ্ছে।
এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ আগামী ২২ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে এবং ২৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স–আপ দল আগামী বছর খেলবে ফুটসাল এশিয়া কাপে।
আরও পড়ুন: