শিরোনাম
.jpg)
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত।
রিয়াল মাদ্রিদের সাইডলাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন কার্লো আনচেলত্তি। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি তাঁকে প্রায় ঘরের মানুষ হিসেবেই দেখেছে। তবে সেই সম্পর্ক এখন অতীত। বর্তমানে তিনি ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তবু মনে মনে রিয়ালের প্রতি টান আজও রয়ে গেছে তাঁর। সুযোগ মিললে আবারো সাদা জার্সিধারীদের ডাগআউটে ফিরতে চান তিনি।
ব্রাজিলের কঠিন সময়ে দায়িত্ব নেন ইতালিয়ান এই কোচ। তখন সেলেসাওদের বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। আনচেলত্তির ছোঁয়ায় সেই অন্ধকার কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল। যদিও পুরনো ছন্দ এখনো পুরোপুরি ফিরে পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সব মিলিয়ে আনচেলত্তির পারফরম্যান্স মন্দ নয়। তাঁর বর্তমান চুক্তি এক বছরের, তবে সবকিছু ঠিক থাকলে সম্পর্ক আরও লম্বা হতে পারে। তবুও কোচ নিজে পরিষ্কার করে দিয়েছেন, ব্রাজিল ছেড়ে কোচিংয়ে ফিরলে তাঁর পছন্দ হবে শুধু রিয়াল মাদ্রিদ। “ব্রাজিলের পর আমি শুধু রিয়াল মাদ্রিদকেই কোচ করতে পারি। তবে আমার মনে হয়, সেটি আর হবে না। আমি এক বছরের চুক্তি করেছি; কারণ, এটা আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে,” বলেন তিনি।
তবে চাপে আছেন কিনা, এই প্রশ্নে ভিন্ন সুর শোনাল আনচেলত্তির কণ্ঠে। বিশ্বকাপের টিকিট পেলেও ইতিহাসে সবচেয়ে বাজে বাছাইপর্ব পেরিয়েছে ব্রাজিল। কিন্তু কোচ নির্ভার, কারণ তাঁর বিশ্বাস ফুটবলে চেষ্টা করাটাই আসল। “চেষ্টা করাটাই আসল, জেতাটা নয়। ফুটবলে কে বাধ্য জেতার জন্য?”, এভাবেই স্বভাবসুলভ ঠাণ্ডা মাথায় দার্শনিক এক উত্তর দিয়েছেন আনচেলত্তি।
আরও পড়ুন: