নরওয়ে-ইসরায়েল ম্যাচের লভ্যাংশ গাজায় দেবে এনএফএফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

নরওয়ে-ইসরায়েল ম্যাচের লভ্যাংশ গাজায় দেবে এনএফএফ
নরওয়ে ফুটবল দল। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে মানবিক উদ্যোগ নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১১ অক্টোবর অসলোয় আয়োজিত এই ম্যাচের লভ্যাংশ দেওয়া হবে আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘ডক্টরস উইথআউট বর্ডারস’-কে, যারা গাজায় চিকিৎসা ও জরুরি সহায়তা দিচ্ছে।


এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস এক বিবৃতিতে বলেন, ২৬ বছরের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে নরওয়ের সামনে। একই সময়ে মধ্যপ্রাচ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। তিনি বলেন, “গাজায় সাধারণ মানুষের ওপর যেভাবে হামলা চলছে, আমরা তা দেখে উদাসীন থাকতে পারি না। আমরা চাই, এই ম্যাচের আয় এমন একটি সংস্থার হাতে পৌঁছাক, যারা প্রতিদিন জীবন বাঁচায়।”


ঘোষণার পর নরওয়ের একটি বড় বিনিয়োগ প্রতিষ্ঠান গোপনীয়ভাবে প্রায় ৩ লাখ ৫ হাজার ডলার সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এনএফএফ গাজার শিশুদের জন্য ফুটবল প্রকল্পে অর্থায়ন করে এবং ফিলিস্তিনের স্কুল ও শরণার্থীশিবিরে দীর্ঘমেয়াদি সহায়তা শুরু করেছে।


ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়েও সরব হয়েছেন এনএফএফ সভাপতি। গত মাসে তিনি ফিফাকে আহ্বান জানান, কীভাবে গাজায় হামলা চালিয়েও ইসরায়েল বাছাইয়ে অংশ নিচ্ছে—তা তদন্ত করা উচিত।


অসলোর উল্লেভাল স্টেডিয়ামে নরওয়ে–ইসরায়েল ম্যাচের সব ২৩ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। আসনসংখ্যা ৩৫ হাজারের বেশি হলেও নিরাপত্তাজনিত কারণে সীমিত টিকিট ছাড়া হয়েছে।


বর্তমানে ‘আই’ গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি, সমান পয়েন্টে তিনে ইসরায়েল। ১৯৯৮ সালের পর এবারই প্রথমবার বিশ্বকাপে খেলার হাতছানি নরওয়ের সামনে।