.jpg)
বয়সের কাঁটা পেরিয়েছে চল্লিশের ঘর। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোর খেলা ও ফিটনেসে নেই সেই বয়সের কোনো ছাপ। এখনও জাতীয় দল ও ক্লাব—দুটো জায়গাতেই সমান দাপটে খেলে যাচ্ছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কবে বিদায় বলবেন ফুটবলকে?
রোনালদোর সাবেক সতীর্থ ও বর্তমানে পর্তুগালের সহকারী কোচ রিকার্ডো কারভালহো অবশ্য এ বিষয়ে বেশ আশাবাদী। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল *আ বোলা*’কে দেওয়া সাক্ষাৎকারে তার সোজাসাপটা জবাব, রোনালদো যতদিন চাইবেন ততদিনই পর্তুগালের হয়ে খেলবেন।
কারভালহো বলেন, “আমার মনে হয়, যতদিন সে চাইবে ততদিন মাঠে থাকবে। এত বছর ধরে সে অনেক কিছু অর্জন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এখনও সে দুর্দান্ত করছে।”
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও রোনালদোর নেতৃত্বে দুর্দান্ত সূচনা করেছে পর্তুগাল। আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। এভাবেই দলকে নেতৃত্ব দেওয়ায় খুশি কোচিং স্টাফও। কারভালহোর ভাষায়, “আমরা ভাগ্যবান যে সে অধিনায়ক। দলের জন্য তার অবদান ও নেতৃত্ব সত্যিই অসাধারণ।”
অনেকেই প্রশ্ন তোলেন, চল্লিশ বছর বয়সে রোনালদোকে কি এখনও জাতীয় দলে রাখা উচিত? তবে কারভালহো এতে দ্বিমত পোষণ করেন না। তিনি মনে করেন, রোনালদো এখন ম্যাচ বাই ম্যাচ ভাবছেন, এবং শারীরিকভাবে প্রস্তুত থাকায় দলে তার গুরুত্ব অপরিসীম।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে রোনালদোকে আবারও দেখা যেতে পারে পর্তুগালের নেতৃত্বে। সেটিই হবে তার ষষ্ঠ বিশ্বকাপ। ইতোমধ্যেই ২২৩টি আন্তর্জাতিক ম্যাচে ১৪১ গোল করা এই কিংবদন্তি সম্প্রতি সৌদি প্রো লিগের আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিও করেছেন। মানে, অবসরের কোনো তাড়াহুড়ো নেই—বরং আরও ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো।
আরও পড়ুন: