২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘন্টায় ১৫ লাখ আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৮

শেয়ার

২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘন্টায় ১৫ লাখ আবেদন
২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কিনতে অনলাইনে হিড়িক। ছবি: সংগৃহীত।

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের প্রাথমিক আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র একদিনের মধ্যেই আবেদনকারীর সংখ্যা দেড় মিলিয়ন বা ১৫ লাখ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা। সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে। এছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির সমর্থকেরাও দারুণ সাড়া দিয়েছেন।

 

বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেছেন, এত বিপুল পরিমাণ আবেদনই প্রমাণ করে যে ২০২৬ বিশ্বকাপ ইতোমধ্যেই পুরো বিশ্বে বিরাট উত্তেজনা ছড়িয়েছে। তিনি বিশ্বাস করেন, এই আসর ফুটবল ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

 

প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিনই বাছাই শেষে নির্বাচিতদের ই-মেইল পাঠানো হবে। এরপর ১ অক্টোবর থেকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী ভক্তরা অনলাইনে টিকিট কিনতে পারবেন। সরাসরি ভেন্যু থেকে টিকিট কেনার সুযোগ থাকছে না। প্রথম ধাপে বিক্রি শেষ হওয়ার পরও যদি আসন খালি থাকে, তাহলে আবারও ওয়েবসাইটে জানানো হবে নতুন করে বিক্রির তথ্য।

 

টিকিটের মূল্য নিয়েও আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। গ্রুপ পর্বের ম্যাচে টিকিট শুরু হচ্ছে ৬০ মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার তিন শ টাকা। তবে আসনের ক্যাটাগরি ভেদে দাম আরও বাড়তে থাকবে। ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৬ হাজার ৭৩০ ডলার, বাংলাদেশি টাকায় যা আট লাখেরও বেশি। যদিও চাহিদার ভিত্তিতে টিকিটের দাম ওঠানামা করতে পারে। এ নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শোনা যাচ্ছে। কারণ এর আগের ক্লাব বিশ্বকাপেও টিকিটের উচ্চমূল্যের কারণে অনেক আসন ফাঁকা ছিল। শেষমেশ আয়োজকদের ছাড় দিতে হয়েছিল দর্শক টানতে।

 

প্রাথমিকভাবে শুধু ভিসা কার্ডধারীরাই আবেদন করতে পারছেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে, ম্যাচ হবে মোট ১০৪টি। আসর বসবে ১৬টি ভেন্যুতে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং কানাডায় ২টি। ফিফা আশা করছে, এবারের বিশ্বকাপে দর্শক উপস্থিতি ছয় মিলিয়নেরও বেশি হবে।