শিরোনাম

নিউইয়র্ক সিটি মেয়রের পদপ্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত।
নিউইয়র্কে ২০২৬ বিশ্বকাপের টিকিট যেন সাধারণ মানুষও কিনতে পারেন এই দাবিতে সরব হয়েছেন শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ককে সাশ্রয়ী খরচে বসবাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দেওয়া এই ডেমোক্র্যাট নেতা সরাসরি ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন, টিকিটের দামের নীতিতে পরিবর্তন আনার জন্য।
ফিফা টিকিটের মূল্য নির্ধারণে ‘চাহিদাভিত্তিক বাড়তি দাম’ (ডাইনামিক প্রাইসিং) চালুর পরিকল্পনা করেছে। মামদানি মনে করেন, এতে শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বড় ফুটবল আসর থেকেও বঞ্চিত হবেন। তিনি শুধু মূল্য হ্রাসই চাননি, বরং প্রস্তাব দিয়েছেন, মোট টিকিটের অন্তত ১৫ শতাংশ স্থানীয় নিউইয়র্কবাসীর জন্য বিশেষভাবে সংরক্ষণ করার।
‘গেম ওভার গ্রিড’ শীর্ষক একটি পিটিশন ওয়েবসাইটেও একই দাবি তোলা হয়েছে। সেখানে লেখা, “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর আমাদের শহরে বসতে যাচ্ছে, অথচ নিউইয়র্কের অধিকাংশ মানুষই সেটি দেখতে পারবেন না।”
নিজের ‘এক্স’ হ্যান্ডলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একটি ভিডিও প্রকাশ করেন মামদানি। ভিডিওতে ছোট একটি মাঠে বল খেলতে খেলতেই তিনি বলেন, “আজীবন ফুটবলপ্রেমী হিসেবে বিশ্বকাপের উত্তেজনার তুলনা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে নিউইয়র্কের শ্রমজীবী মানুষজনের কেউ কি মাঠে বসে ম্যাচ দেখতে পারবেন?”
২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। উত্তর আমেরিকার মোট ১৬টি শহরে ম্যাচ হবে, যার মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনালসহ ৮টি ম্যাচ। স্টেডিয়ামটি নিউইয়র্ক সিটি থেকে ট্রেনে মাত্র অল্প দূরত্বে হলেও, টিকিটের উচ্চমূল্য অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ মামদানির।
তিনি ফিফাকে সরাসরি অভিযুক্ত করে বলেছেন, “টিকিটের দাম বাড়িয়ে শ্রমজীবী মানুষকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ তারাই এই খেলাকে ভালোবেসে বড় করেছে। আমাদের বহু প্রতিবেশীই এই সুযোগ থেকে বঞ্চিত হবেন।”
ইএসপিএন জানিয়েছে, ফিফার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপপর্বের টিকিটের দাম শুরু হচ্ছে ৬০ ডলার (প্রায় ৭,৩০০ টাকা) থেকে, আর ফাইনালের টিকিট সর্বোচ্চ ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা)। চাহিদার ওপর নির্ভর করে এই দাম আরও ওঠানামা করবে। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে প্রথম দফায় শুধুমাত্র ভিসা কার্ডধারীরাই আবেদন করতে পারছেন।
৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়াবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি ম্যাচ আয়োজন হবে।
আরও পড়ুন: