অসাবধানতায় পাসপোর্ট হারালেন লামিনে ইয়ামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৫

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৮

শেয়ার

অসাবধানতায় পাসপোর্ট হারালেন লামিনে ইয়ামাল
স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল.ছবিঃ সংগৃহীত।

বিশ্বকাপ বাছাইয়ে তুরস্কের মাঠে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন। গতকাল কোনিয়ার তোরকু অ্যারেনায় স্বাগতিকদের ৬–০ গোলে উড়িয়ে দেয় লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচে গোল না পেলেও ৭৩ মিনিট মাঠে থেকে দুটি গোলে সহায়তা করেছেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। তবে দলের জয়ের আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেননি মাত্র ১৮ বছর বয়সী এই প্রতিভা।

 

ম্যাচ শেষে টিম হোটেলের উদ্দেশে বাসে উঠতেই জানা যায়, ইয়ামালের পাসপোর্ট নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোয়া যাওয়া পাসপোর্ট খুঁজে না পেয়ে হতাশ এবং কিছুটা ক্ষুব্ধও তিনি। স্টেডিয়ামের পার্কিংয়ে স্যুটকেস খুলে খোঁজাখুঁজি করলেও মেলেনি কাঙ্ক্ষিত নথি। এমনকি লকার রুমেও ফের গিয়ে খুঁজেছেন, কিন্তু পাসপোর্ট মেলেনি।

 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মজা করেছেন এ ঘটনায়। কেউ লিখেছেন, “আরদা গুলেরের পকেটটা একবার দেখে নিন।” আরেকজন লিখেছেন, “এটা প্রমাণ করে যে সে এখনও শিশু।”

 

তবে পাসপোর্ট হারানোর ঘটনায় ইয়ামালকে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি। রেডিও মার্কার খবরে জানা গেছে, তারকা মর্যাদার কারণে বিষয়টি দ্রুত সমাধান করা হয়েছে, ফলে তাঁর দেশে ফেরায় কোনো অনিশ্চয়তা নেই।

 

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী রোববার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার জার্সিতে নামবেন ইয়ামাল। মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। অপরদিকে তিন ম্যাচে টানা জয়ে তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ।