স্পেন-বেলজিয়ামের বড় জয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৫

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৬

শেয়ার

স্পেন-বেলজিয়ামের বড় জয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি
মিকেল মরিনো, ডি ব্রুইনা ও ফ্লোরিয়ান ভির্টৎস। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত এক রাত কাটিয়েছে ইউরোপের পরাশক্তিরা। সবার মাঠ ছাড়াই হয়েছে বড় জয়ের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে অঘটনের শিকার হওয়া জার্মানি ঘুরে দাঁড়িয়েছে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে। গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত রেখেছে স্পেন। বেলজিয়ামও পেয়েছে একতরফা জয়। তবে লিথুয়ানিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসকে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে।

 

জার্মানির ঘুরে দাঁড়ানো

 

টানা তিন ম্যাচ হারার পর অবশেষে জয়ের স্বাদ পেল জার্মানি। গ্রুপ ‘এ’-তে কোলনে খেলা ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে ৩-১ গোলে। সপ্তম মিনিটে সের্হে নাব্রির গোলে এগিয়ে যায় দলটি। ৩৪ মিনিটে সমতায় ফেরে উত্তর আয়ারল্যান্ড, গোল করেন ইসাক প্রাইস। তবে বিরতির পর নাদিয়েম আমিরি (৬৯ মিনিট) ও ফ্লোরিয়ান ভির্টৎস (৭২ মিনিট) জার্মানির জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে ভির্টৎস বলেন, “আগের ম্যাচটা ভয়ংকর ছিল। আজ আমরা ভালো করার চেষ্টা করেছি। এখান থেকে আরও উন্নতি সম্ভব।”

 

স্পেনের গোল উৎসব

 

গ্রুপ ‘ই’-তে স্পেন আবারও দেখিয়েছে দুর্দান্ত ফর্ম। বুলগেরিয়াকে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারানো দলটি এবার উড়িয়ে দিয়েছে তুরস্ককে ৬-০ গোলে। হ্যাটট্রিক করেছেন মিকেল মেরিনো, জোড়া গোল পেয়েছেন পেদ্রি, আরেকটি করেছেন ফেরান তোরেস। প্রতিযোগিতামূলক ম্যাচে এটি স্পেনের টানা ২৭তম অপরাজিত ম্যাচ, যা তাদের ইতিহাসের দ্বিতীয় সেরা রেকর্ড। মেরিনোর জন্যও এটি বিশেষ, পেশাদার ফুটবলে প্রথম হ্যাটট্রিক তার। ম্যাচ শেষে তিনি বলেন, “দল জিতেছে, আমি গোল করেছি এটা সহজ কিছু নয়, সত্যিই বিশেষ মুহূর্ত।”

 

ডিপাইয়ের রেকর্ডে নেদারল্যান্ডসের জয়

 

গ্রুপ ‘জি’-তে নেদারল্যান্ডস জয় পেয়েছে ৩-২ গোলে, প্রতিপক্ষ লিথুয়ানিয়া। এই জয়ে ইতিহাস গড়েছেন মেমফিস ডিপাই। ম্যাচে জোড়া গোল করে তিনি ছাড়িয়ে গেছেন রবিন ফন পার্সিকে, এখন ডাচদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডিপাই (৫১ গোল)। দলের আরেকটি গোল করেন কুইন্টন টিম্বার। জয় শেষে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, সমান পয়েন্ট নিয়েও এক ম্যাচ বেশি খেলা পোল্যান্ড দ্বিতীয় স্থানে।

 

বেলজিয়ামের আরেক বড় জয়

 

রুডি গার্সিয়ার বেলজিয়াম টানা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। লিখটেনস্টেইনের পর এবার তাদের শিকার কাজাখস্তান। ডি ব্রুইনা ও ডকু করেছেন দুটি করে গোল, একটি করে করেছেন রাসকিন ও মুনিয়ের। তবে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বেলজিয়াম এখনো দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে উত্তর মেসিডোনিয়া, যারা ৫ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। লিখটেনস্টেইনের বিপক্ষে তাদের জয়ও বড় ব্যবধানে ৫-০।