শিরোনাম
.jpg)
হতাশ জার্মান শিবির, কিমিখ-গোরেৎজকাদের বিষণ্ন মুখ। ছবি: রয়টার্স।
বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলেছিলেন আগের দিনই জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান। কিন্তু তার পরের দিনই দল ডুবল স্লোভাকিয়ার বিপক্ষে। বৃহস্পতিবার রাতে বাছাইপর্বের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে স্লোভাকিয়া।
দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে দাভিদ হান্সকো এগিয়ে দেন দলকে। তার পর দ্বিতীয়ার্ধের শুরুতে দাভিদ স্ত্রেলেচের অসাধারণ শটে ব্যবধান দ্বিগুণ হয়। নয় বছরের বেশি সময় পর মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে স্লোভাকিয়ার এটি ছিল জার্মানির বিপক্ষে চতুর্থ জয়, ২০১৬ সালের পর প্রথমবার।
ম্যাচে বল দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল জার্মানি। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও কাজে লাগাতে পারেনি তারা। ১৩টি শটের মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে নাগেলসমানের দল। বিপরীতে স্লোভাকিয়ার ৮ শটের ৫টিই ছিল অন টার্গেট, যেখান থেকে এসেছে ২ গোল।
প্রথমার্ধে জার্মানি কিছুটা চাপ সৃষ্টি করলেও স্লোভাকিয়ার রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় ভাঙেনি জার্মান আক্রমণ। ৪২ মিনিটে দুর্দান্ত সমন্বয়ে গোল করেন হান্সকো। এরপর দ্বিতীয়ার্ধে গোলরক্ষকের সহায়তায় বল পেয়ে রুডিগারকে কাটিয়ে চমৎকার শটে জালে বল পাঠান স্ত্রেলেচ।
গোল শোধের কোনো সুযোগই তৈরি করতে পারেনি জার্মানি। শেষ দিকে পুরোপুরি ব্যর্থ হয়ে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে লক্ষ্যে রাখতে পারেনি একটি শটও। ফলে টানা চতুর্থ ম্যাচে জয়হীন রইল তারা, হেরেছে সবশেষ তিনটিতেই।
একই দিনে গ্রুপের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। অন্যদিকে লুক্সেমবার্গের মাঠে খেলতে নামবে স্লোভাকিয়া।
আরও পড়ুন: