বুলগেরিয়াকে হারিয়ে স্পেনের দুর্দান্ত শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:২৬

শেয়ার

বুলগেরিয়াকে হারিয়ে স্পেনের দুর্দান্ত শুরু
ওয়ারজাবালের শেষ ছয় আন্তর্জাতিক ম্যাচে পঞ্চম গোল। ছবি: রয়টার্স।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বৃহস্পতিবার সোফিয়ায় গ্রুপ ‘ই’-র ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। মিকেল ওয়ারজাবাল, মার্ক কুকুরেয়া ও মিকেল মেরিনোর প্রথমার্ধের তিন গোলে নিশ্চিত হয় সহজ জয়।

 

ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই দলকে এগিয়ে দেন ওয়ারজাবাল। গত ছয় আন্তর্জাতিক ম্যাচে এটি ছিল তার পঞ্চম গোল। মিডফিল্ডার জুবিমেন্ডির দুর্দান্ত থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি। কিছুক্ষণ পরই আবারও গোলের সুযোগ পান, তবে বুলগেরিয়া গোলরক্ষক ভুতসভ তা রুখে দেন।

 

আক্রমণে ধারাবাহিকতা ধরে রেখে অর্ধঘণ্টার মাথায় কুকুরেয়া তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। ইয়ামালের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার হেডে ঠেকালেও বল পেয়ে যান কুকুরেয়া। এক স্পর্শ নিয়ন্ত্রণের পর বাঁ পায়ের দারুণ শটে জালের দেখা পান তিনি।

 

তারপরই ইয়ামালের কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান মেরিনো। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ ব্যবধান স্পেনকে স্বস্তি এনে দেয়। দ্বিতীয়ার্ধে আরও কয়েকবার চেষ্টা করলেও গোল পাননি মেরিনো, তার একটি শট ভুতসভ অসাধারণ দক্ষতায় ক্রসবারে ঠেকান।

 

এক বছর পর চোট কাটিয়ে দলে ফেরেন রদ্রি ও কারভাহাল। মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রেখে সহজেই ম্যাচ শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও জয়টা নিশ্চিত হয়ে যায় প্রথম ৪৫ মিনিটেই।

 

১২টি বিশ্বকাপে টানা খেলা স্পেন এবারও ফেভারিট হিসেবে বাছাই শুরু করল জয় দিয়ে। রবিবার তাদের প্রতিপক্ষ তুরস্ক, অন্যদিকে বুলগেরিয়া মুখোমুখি হবে জর্জিয়ার।