শিরোনাম

জার্মান ফুটবল দলের কোচ ইউলিয়ান নাগেলসমান। ছবি: সংগৃহীত।
‘বড় আসরের বড় দল’ হিসেবে পরিচিত জার্মানি এখন সেই তকমাটিকেই হারাতে বসেছে। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়, আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমি–ফাইনাল দেখা হয়নি বহুদিন। অতীতের সেই গৌরব ফিরে পেতে নতুন করে যাত্রা শুরু করতে চান কোচ ইউলিয়ান নাগেলসমান।
স্লোভাকিয়ার বিপক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাই অভিযান। এরপর রোববার তাদের প্রতিপক্ষ হবে নর্দান আয়ারল্যান্ড। এই গ্রুপে লুক্সেমবার্গও আছে, কাগজে–কলমে ফেভারিট জার্মানি হলেও কোচ কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ।
তবে নাগেলসমানের দৃষ্টি শুধু বাছাইয়ে সীমাবদ্ধ নয়, তিনি সরাসরি তাকিয়ে আছেন বিশ্বকাপের ট্রফির দিকে। নাগেলসমান বলেন, “লক্ষ্য ছাড়া এগোনো যায় না। লক্ষ্য ঠিক করতে হবে, তার পেছনে ছুটতে হবে। আমরা বিশ্বকাপ জিততে চাই এটাই সত্যি। আমার খেলোয়াড়দেরও একই বিশ্বাস থাকতে হবে। ভিন্ন কিছু ভাবলে তাদের এই দলে জায়গা নেই।”
ইউরোতে তাঁর অধীনে কোয়ার্টার–ফাইনালের বেশি এগোতে পারেনি জার্মানি। নেশন্স লিগেও হোঁচট খেয়েছে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে। কিন্তু সেই ব্যর্থতা ভুলে নতুন ছন্দ খুঁজে নিতে চান তরুণ কোচ।
জার্মান কোচ বলেন “এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য প্রক্রিয়ার অংশ। লক্ষ্য যেহেতু বিশাল, তাই মাঝপথে সন্দেহে পড়ার সুযোগ নেই। আমরা যদি ধারাবাহিক হতে পারি, তাহলে বড় টুর্নামেন্টে সেই ছন্দ ধরে রাখা সম্ভব হবে।”
অতীতের হারের ক্ষত ভুলে সামনে তাকাচ্ছে জার্মানি। নাগেলসমানের আশা, এবার তারা শুধু বাছাই উতরেই থেমে থাকবে না, বরং দাপটের সঙ্গে বিশ্বকাপেও নিজেদের হারানো মর্যাদা ফিরিয়ে আনবে।
আরও পড়ুন: