চোট নয় বাদ পড়ার কারণ ভিন্ন, জানালেন নেইমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১১

শেয়ার

চোট নয় বাদ পড়ার কারণ ভিন্ন, জানালেন নেইমার
৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার। ছবি: সংগৃহীত।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল জাতীয় দল। এই উপলক্ষে গত ২৫ আগস্ট রাতে ২৫ সদস্যের দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে ছিলেন না নেইমার। আনচেলত্তির ব্যাখ্যা ছিল, ফরোয়ার্ডটি চোটে ভুগছেন, তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

 

তবে নেইমারের ব্যাখ্যা ভিন্ন। ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর তিনি জানান, সামান্য অস্বস্তি থাকলেও সেটি গুরুতর নয়। তাঁর ভাষায়, “অ্যাডাক্টরে কিছুটা ফোলা ছিল, এজন্য কয়েকদিন অনুশীলনে অংশ নিতে পারিনি। কিন্তু আজ মাঠে নেমে প্রমাণ করেছি, আমি খেলতে প্রস্তুত।”

 

এরপর দল থেকে বাদ পড়া প্রসঙ্গে নেইমার সরাসরি বলেন, “আমাকে বাদ দেওয়ার কারণ পুরোপুরি টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কোচের সিদ্ধান্তকে আমি সম্মান করি। এখন বাইরে বসে জাতীয় দলকে সমর্থন করাই আমার কাজ।”

 

এর আগে আনচেলত্তি মন্তব্য করেছিলেন, “নেইমারের সামান্য চোট আছে। তবে আমরা জানি সে কে এবং কী করতে পারে। জাতীয় দলে তার অবদান পেতে হলে তাকে সেরা অবস্থায় পাওয়া জরুরি।”

 

আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে নামবে ব্রাজিল। আর ১০ সেপ্টেম্বর লা পাজে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। বাছাইপর্বে ২৫ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে আনচেলত্তির দল।