শিরোনাম

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলে ডাক পাওয়া ইগনাসিও পেরেইরা সলোমন। ছবি: সংগৃহীত।
মাত্র ১৫ বছর বয়সেই দক্ষিণ আমেরিকান ফুটবলে ইগনাসিও পেরেইরা সলোমনকে অন্যতম সেরা প্রতিশ্রুতিশীল ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যেই আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ তাকে প্রশংসাপত্র দিয়েছে, আর অনেক ফুটবল বিশ্লেষকও তার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।
সলোমনের জন্ম আর্জেন্টিনায়, কিন্তু বেড়ে ওঠা ব্রাজিলে। তাই আর্জেন্টিনার সমর্থকরা যেমন উচ্ছ্বসিত, তেমনি ব্রাজিলিয়ান ভক্তরাও তার ওপর অধিকার দাবি করেছেন। তবে সলোমন নিজের পছন্দে আর্জেন্টিনার পক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ডাক পেয়েছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৫ দলে, এবং আগামী ২৪ সেপ্টেম্বর প্যারাগুয়েতে অনুষ্ঠিত কনবেমল লিগা এভল্যুশন প্রতিযোগিতায় মাঠে নামবেন।
সলোমন নিজেকে স্ট্রাইকার হিসেবেই দেখেন। তিনি বলেন, “আমি আক্রমণে ভূমিকা রাখি। দুই পায়ে খেলতে পারি, হেডও ভালো জানি। শারীরিকভাবে শক্তিশালী এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হলান্ড আমার আদর্শ।”
চাকো প্রদেশের ফুটবল ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি নিজেকে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে প্রমাণ করতে চলেছেন। মা গ্যাব্রিয়েলা আর্জেন্টাইন, বাবা এদুয়ার্দো ব্রাজিলিয়ান, এই মিশ্র পটভূমি তাকে দুটি দেশের ফুটবলের সংস্কৃতিতে দক্ষ করেছে।
সলোমনের বেড়ে ওঠা ব্রাজিলে। ৫ বছর বয়সে বড় ভাইয়ের সঙ্গে ইনডোর ফুটসাল দিয়ে শুরু, এরপর স্থানীয় ক্লাব গ্রেমিওর বয়সভিত্তিক দলে যোগ। ১২ বছর বয়স পর্যন্ত সেখানে খেলার পর তিনি জুভেন্তুদে দে কাইয়াক্সাসেসেও খেলেছেন। ১৩ বছর বয়সে সান্তোসে অনুশীলন চুক্তি করে তার ক্লাবের জার্সি নম্বর ৯, অর্থাৎ স্ট্রাইকার।
২০২৩ সালে সান্তোস অনূর্ধ্ব-১৩ দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হন সলোমন। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ১০ গোল করে দলকে এগিয়ে নেন। বর্তমানে অনূর্ধ্ব-১৫ দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি নিজে বলেন, “দুটি দলের মধ্যে একটির প্রতিনিধিত্ব করলেই গর্ব লাগবে। দুটিই আমার ও পরিবারের ইতিহাস এবং বিশ্ব ফুটবলের অংশ।”
এজেইজায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিয়ে সলোমন তার সামর্থ্য প্রমাণ করেছেন। লিগা এভল্যুশন প্রতিযোগিতা তার জন্য আসন্ন বড় পরীক্ষার মঞ্চ, এখানে ভালো করলে আর্জেন্টিনার মূল জাতীয় দলে খেলার পথে আরও এক ধাপ এগোবেন তিনি।
আরও পড়ুন: