দেশের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে মেসির বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১১:৫৪

শেয়ার

দেশের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে মেসির বার্তা
২০ বছরের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে ঝলক দেখাচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত।

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এখনও জানাননি কবে, কোথায় বুটজোড়া শেষবারের মত তুলে রাখবেন। তবে সামনের সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে ভেসে উঠেছে এক বিশেষ গুঞ্জন। কারণ ২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের মাঠে এটিই শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাই অনেকেই ধরে নিচ্ছেন, বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে হতে পারে ঘরের মাঠে মেসির শেষ ঝলক।

 

ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ৪ সেপ্টেম্বর, এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরে খেলবে বাছাইপর্বের শেষ ম্যাচ। এর আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে সেই দলে ফিরেছেন মেসি। এই ফিরতি ম্যাচই তাকে নিয়ে দাঁড় করিয়েছে ভিন্ন আবেগে।

 

চোটের কারণে কিছুদিন বাইরে থাকার পর ইন্টার মায়ামির হয়ে আবারও আলো ছড়িয়েছেন মেসি। লিগস কাপের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে তুলেছেন ফাইনালে। ম্যাচ শেষে জাতীয় দলের হয়ে আসন্ন ভেনেজুয়েলা লড়াই নিয়ে মুখ খুলেছেন তিনি। তার কণ্ঠে ভেসেছে আবেগের সুর, “এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর আর্জেন্টিনায় আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলা থাকবে কি না জানি না। তাই সেদিন আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব। এরপর কী হবে আমি জানি না।”

 

তবে এই মন্তব্য সরাসরি বিদায়ের নয়। বরং ইঙ্গিত, সামনে আরও দেখা যেতে পারে তাকে। যদিও কনমেবল ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে লিখে দিয়েছে, “দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।” মেসির আর্জেন্টাইন জার্সি পরা ছবি জুড়ে তাদের সেই পোস্ট যেন ভক্তদের আবেগকে আরও উস্কে দিয়েছে।

 

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। কিন্তু ২০৩০ আসর সামনে রেখে বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০। তাই ধারণা করা হচ্ছে, উত্তর আমেরিকার আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ।

 

ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে টিকিট বিক্রিও। এপি জানিয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সবচেয়ে কম টিকিটের দাম রেখেছে ১০০ ডলার, আর সবচেয়ে দামী টিকিট ছুঁয়েছে প্রায় ৫০০ ডলার। স্পষ্ট, বুয়েন্স আয়ার্সে সেই রাতে মেসিকে শেষবার ঘরের মাঠে দেখার সম্ভাবনাই ফুটবলপ্রেমীদের ভিড় বাড়াচ্ছে।