বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১১:১৯

শেয়ার

বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
চমক রেখে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা। ছবি: সংগৃহীত।

আর্জেন্টিনা জাতীয় দল মানেই আলোচনা, প্রত্যাশা আর চমক। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের আগে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল কোচ লিওনেল স্কালোনির ঘোষিত চূড়ান্ত স্কোয়াড। লাতিন আমেরিকা থেকে সবার আগে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেপ্টেম্বরে মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের। এর জন্য গত ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন স্কালোনি। সেখান থেকে দুইজনকে বাদ দিয়ে বৃহস্পতিবার প্রকাশ করা হলো চূড়ান্ত দল।

 

প্রাথমিক তালিকায় থাকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া জায়গা হারিয়েছেন। বিশেষ করে মেদিনার বাদ পড়া বেশ চমকই বলা যায়। জুনে আর্জেন্টিনার শুরুর একাদশেই ছিলেন তিনি, লিসান্দ্রো মার্টিনেজের চোটে বিকল্প হওয়ারও সম্ভাবনা ছিল। শেষ মুহূর্তে ভাগ্য বদলে গেল তাঁর। তবে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ জায়গা ধরে রেখেছেন।

 

এই দলে ফেরার গল্প লিখেছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে আগেই প্রাথমিক স্কোয়াডে ফিরেছিলেন তিনি, এবার নাম উঠেছে চূড়ান্ত তালিকাতেও। ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে পারে তাঁর ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক উপস্থিতি। তবে বড় আসরে আবারও আলো ছড়ানোর প্রতিশ্রুতি নিয়েই নামছেন তিনি।

 

চমকের পাশাপাশি হতাশার খবরও আছে। নিষেধাজ্ঞার কারণে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজের। জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন তিনি, ফলে একটি ম্যাচে নিষিদ্ধ থাকায় বাকি ম্যাচের জন্যও ডাকেননি কোচ। একইভাবে চোট কাটিয়ে উঠতে না পারায় স্কোয়াডে নেই পাউলো দিবালা। আরও বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ, ভ্যালেন্টিন বার্কো, এনজো বারেনচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিনা কাস্টেয়ানোস।

 

অন্যদিকে ভবিষ্যতের আর্জেন্টিনাকে নতুন ভরসা জোগাতে স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন তরুণ, ম্যানচেস্টার সিটির ১৯ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি, রিয়াল মাদ্রিদের নতুন সংযোজন ১৮ বছরের ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং হোসে ম্যানুয়েল লোপেজ। আর্জেন্টাইন ফুটবলের নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞদের মিশেলই এবার আলবিসেলেস্তেদের প্রধান শক্তি হতে চলেছে।

 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষে জায়গা নিশ্চিত করেছে স্কালোনির দল। তাই ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচগুলো ফলের জন্য নয়, বরং নিজেদের ছন্দ খুঁজে পেতে এবং আগামী বিশ্বকাপের আগে সম্ভাব্য সমীকরণ গুছিয়ে নিতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা, এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে তাদের শেষ ম্যাচ।

 

আর্জেন্টিনার প্রাথমিক দল

 

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

 

ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল

 

মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

 

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ।