শিরোনাম
.jpg)
অনুশীলনে ভারতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত।
অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইআইএফ)-কে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান কার্যকর না হলে ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফিফা।
মঙ্গলবার রাতে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে পাঠানো চিঠি পেয়েছে এআইআইএফ। ভারতীয় ফুটবলের প্রধান কল্যাণ চৌবেকে প্রেরিত চিঠিতে ফিফা জানিয়েছে, ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্টে সংবিধান সংক্রান্ত বিষয়টি ঝুলে আছে। বারবার অনুরোধ সত্ত্বেও ফেডারেশনের প্রশাসনিক কাঠামো স্পষ্ট ও স্বচ্ছভাবে গড়ে ওঠেনি, যা ভারতীয় ফুটবলে দীর্ঘদিন ধরে অসহনীয় শূন্যতা ও আইনি অনিশ্চয়তা তৈরি করেছে।
ফিফা নির্দেশ দিয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নতুন সংবিধান প্রণয়ন ও তার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। ফেডারেশনের সাধারণ সভায় সংবিধান কার্যকর করার দায়িত্বও স্বাধীনভাবে নেবে এআইআইএফ। কোনো তৃতীয় পক্ষ—সরকারসহ—হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। নির্দেশনা না মানলে বিষয়টি ফিফার নির্দিষ্ট শাখায় পাঠানো হবে, যা ভারতীয় ফুটবল ফেডারেশনের জন্য নির্বাসনের মতো কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে।
নিষেধাজ্ঞা এড়াতে কল্যাণ চৌবে ফিফার চিঠি সুপ্রিম কোর্টে পাঠাবেন এবং কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকে জানানো হবে। সুপ্রিম কোর্টের দ্রুত রায় প্রদানের অনুরোধও করা হবে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সংবিধান নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে মামলা চলছিল। শীর্ষ আদালত ইতিমধ্যেই রায় তৈরি করেছে, তবে নতুন ক্রীড়ানীতি মেনে সংবিধান প্রণয়নের জন্য রায় স্থগিত রাখা হয়েছে।
এআইআইএফ ২০২২ সালের ১৬ আগস্ট একবার নিষিদ্ধ হয়েছিল। সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকের কমিটি ফেডারেশনের দায়িত্ব দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল। ১৫ দিন পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হন।
আরও পড়ুন: