নেইমার-রদ্রিগোকে দলে না রাখার ব্যাখ্যায় যা বললেন আনচেলত্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৭:০৪

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৯:৩১

শেয়ার

নেইমার-রদ্রিগোকে দলে না রাখার ব্যাখ্যায় যা বললেন আনচেলত্তি
ব্রাজিলের দুই প্রজন্মের দুই তারকা নেইমার ও রদ্রিগো। ছবি: সংগৃহীত। 

চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৩ সদস্যের এই স্কোয়াডে বেশ কয়েকটি বড় চমক দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। দল থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর মতো প্রতিষ্ঠিত তারকারা। ইতালিয়ান এই কোচ মূলত নতুনদের যাচাই করে দেখার জন্য আগের দুই রাউন্ড থেকে নয়টি পরিবর্তন এনেছেন। বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় বাছাইয়ের এই পর্যায়ে এমন সিদ্ধান্ত নিলেন তিনি।

 

চোটের কারণে নেইমারের প্রত্যাবর্তন আবারও থেমে গেল। সান্তোসে খেলা ৩৩ বছর বয়সী তারকা শুরুতে নির্বাচকদের পরিকল্পনায় থাকলেও শেষ মুহূর্তে নতুন ইনজুরিতে পড়ায় বাদ পড়েছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দল ঘোষণার আগেই জানিয়েছিল, ইনজুরি শঙ্কায় নেইমারকে রাখা নাও হতে পারে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর এসিএল ইনজুরির পর জাতীয় দলে আর দেখা যায়নি তাকে।

 

দল ঘোষণার পর আনচেলত্তি বলেন, “নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দিচ্ছি। নেইমারের ছোটখাটো সমস্যা হয়েছিল গত সপ্তাহে। তবে তাকে পরীক্ষা করার প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কেমন খেলোয়াড়। জাতীয় দল ও সমর্থকরা তার সামর্থ্যের ব্যাপারে অবগত। আমাদের লক্ষ্য এখন ফিট ও সুস্থ খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপকে সামনে রাখা।”

 

কোচ আরও জানান, দলে ডাক দেওয়ার জন্য সাধারণত ৫০ জনের মতো একটি তালিকা তৈরি থাকে, যেখান থেকে শেষ মুহূর্তে পারফরম্যান্স ও ইনজুরি পরিস্থিতি দেখে স্কোয়াড চূড়ান্ত করা হয়। তাই কারও ছিটকে যাওয়া বা অন্তর্ভুক্ত হওয়া অনেক সময় শেষ সপ্তাহের উপর নির্ভর করে।

 

এবার দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোরও। নিষেধাজ্ঞার কারণে ভিনিসিউসকে বিশ্রাম দেওয়া হয়েছে, আর রদ্রিগোকে সরাসরি বাদ দিয়েছেন কোচ। তাদের সঙ্গে অনুপস্থিতি নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি বলেও জানান আনচেলত্তি। তিনি বলেন, “আমি তাদের কাউকে কিছু বলিনি। জাতীয় দলে খেলতে হলে শতভাগ ফিট থাকতে হবে। এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। প্রতিটি পজিশনে পর্যাপ্ত প্রতিযোগিতা আছে। কেউ ফিট না থাকলে সহজেই আরেকজনকে নেওয়া যায়।”