শিরোনাম

২২ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার। ছবি: সংগৃহীত।
প্রায় দুই বছরের দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমার জুনিয়রকে এবার আবার দেখা যেতে পারে হলুদ-সবুজ জার্সিতে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আসন্ন সোমবার (২৫ আগস্ট) ঘোষিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে জায়গা পাচ্ছেন সান্তোস ফরোয়ার্ড নেইমার।
সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। এই দুই ম্যাচ দিয়েই শেষ হবে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সেলেসাওদের যাত্রা। এরই মধ্যে ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই এই উইন্ডোটা মূলত দল গোছানো আর প্রস্তুতি নেওয়ার মঞ্চ হিসেবেই ব্যবহার করতে চাইছেন আনচেলত্তি।
তবে ভক্ত-সমর্থকদের নজর থাকবে এক জায়গাতেই, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা নেইমার কতটা ফিট এবং কার্যকর হয়ে ওঠেন। সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর ব্রাজিলের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। এরপর চোটে পড়েন এবং দীর্ঘ পুনর্বাসন পর্ব কাটাতে হয় তাকে। মাঝে কয়েকবার ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত হয়নি। এবারের সুযোগটা তাই তার জন্য বিশেষ।
অন্যদিকে, স্কোয়াড ঘোষণার আগে একটি চমকও নিশ্চিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাই আনচেলত্তি এবার তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচেও ডাকবেন না তিনি। ফলে সামনের দুই ম্যাচের স্কোয়াডে থাকছেন না এই তারকা উইঙ্গার।
গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির প্রাথমিক তালিকায় যারা নিশ্চিতভাবে আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো), ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং নেইমার।
তেরেসোপোলিসে আগামী ১ সেপ্টেম্বর ব্রাজিলের ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্র গ্রাঞ্জা কোমারিতে শুরু হবে অনুশীলন ক্যাম্প। ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে মুখোমুখি হবে তারা। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার উচ্চভূমি এল আল্টোতে খেলবে দ্বিতীয় ম্যাচ।
আরও পড়ুন: