শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১৫:০২

শেয়ার

শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন মিউনিখ
জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ছবি: সংগৃহীত.

নতুন মৌসুম, নতুন উদ্দীপনা নিয়ে পুরোনো ছন্দে জয়গান গাইল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের মাঠে জার্মান সুপার কাপের ফাইনালে হ্যারি কেইন আর লুইস দিয়াসের গোলে শক্তিশালী বার্তা পাঠিয়েছে ইউরোপের জায়ান্টরা। রবিবার (১৭ আগস্ট) এমএইচপি অ্যারেনায় স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা তুলে নিয়েছে থমাস টুখেলের দল।

 

শুরুর বাঁশি থেকেই ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতার ছাপ। বল দখলে এগিয়ে ছিল বায়ার্ন, তবে শটের দিক দিয়ে পিছিয়ে। স্টুটগার্টের ১৪ শটের মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে, বিপরীতে বায়ার্নের ১৭ শটের মাত্র তিনটিই পরীক্ষায় ফেলতে পেরেছিল প্রতিপক্ষ গোলরক্ষককে। কিন্তু পরিসংখ্যান নয়, গোলই শেষ বিচারে কথা বলে এখানেই জয়ী বায়ার্ন।

 

১৮ মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের দুর্বল ক্লিয়ারেন্সে তৈরি হয় সুযোগ। ঠিক সেই জায়গায় ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ঠান্ডা মাথায় শট নিয়ে জালে বল পাঠিয়ে দেন তিনি। নতুন মৌসুমে এটাই ছিল তার প্রথম গোল, আর স্টুটগার্টের বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম। বায়ার্ন জার্সিতে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে এটাই তার যৌথ সর্বোচ্চ গোলসংখ্যা আউক্সবুর্কের বিপক্ষেও সমান সাতটি গোল করেছেন তিনি।

 

ম্যাচের বাকি সময়ে স্টুটগার্ট আক্রমণ সাজালেও প্রতিপক্ষ ডিফেন্স ও গোলরক্ষকের সামনে কার্যকর হতে পারেনি। বরং ৭৭তম মিনিটে ব্যবধান বাড়ায় বায়ার্ন। সের্গে জিনাব্রির বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে পেয়ে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস চমৎকার ফ্লিক শটে জাল খুঁজে নেন। লিভারপুলে দুর্দান্ত সময় কাটিয়ে সম্প্রতি মিউনিখে যোগ দেওয়া দিয়াসের জন্য এটি ছিল স্বপ্নময় সূচনা।

 

ইনজুরি টাইমে জার্মান স্ট্রাইকার ইয়ামি লেভেলিং এক গোল শোধ করেন বটে, তবে তাতে বায়ার্নের জয়ে কোনো ছেদ পড়েনি। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বায়ার্ন অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ার। তার সেভগুলোই মূলত দলকে শেষ মুহূর্ত পর্যন্ত নিরাপদ রেখেছিল।