শিরোনাম
.jpg)
কোল্ডপ্লে কনসার্টে 'কিস ক্যামেরায়' ধরা পড়লেন মেসি। ছবি: সংগৃহীত।
মেজর লিগ সকারে শনিবার (২৭ জুলাই) এফসি সিনসিনাতির বিপক্ষে ইন্টার মায়ামির ঘরের মাঠে ড্র করার দিনে নিষেধাজ্ঞার কারণে মাঠে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে সময়টা একদমই নষ্ট করেননি ফুটবল জাদুকর। পরদিন রোববার মেসি পরিবার নিয়ে হাজির হন কোল্ডপ্লের কনসার্টে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্ফিয়ারস’ ওয়ার্ল্ড ট্যুর-এর শেষ মার্কিন শো। সেখানেই দেখা গেল ইন্টার মায়ামির অধিনায়ক মেসিকে, পাশে স্ত্রী আন্তোনেলা রোক্কুজ্জো এবং তিন সন্তান। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, পুরো পরিবার একটি প্রাইভেট স্যুইটে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।
কনসার্ট চলাকালীন মেসি ও আন্তোনেলা ধরা পড়েন স্টেডিয়ামের ‘কিস ক্যাম’-এ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, মেসি হাত নাড়েন, পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকেন আন্তোনেলা। মুহূর্তটি সামাজিকমাধ্যমে প্রশংসা কুড়ায় এবং ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
তবে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ছিল, যখন কোল্ডপ্লে'র মেইন ভোকালিস্ট ক্রিস মার্টিন মেসিকে স্টেজ থেকে সরাসরি অভ্যর্থনা জানান। সুরে সুরে ক্রিস বলেন, “ওহ, লিও, আমার প্রিয় ভাই। তুমি আর তোমার স্ত্রীকে আজ দারুণ দেখাচ্ছে। ধন্যবাদ আমাদের কনসার্টে আসার জন্য। তুমি নাম্বার ওয়ান স্পোর্টসপার্সন অব অল টাইম !"
ক্রিসের গলায় এটা শোনার পর পুরো উচ্ছাসে ফেটে পড়ে ওঠে "মেসি! মেসি!" স্লোগানে।
এদিকে, মেসির খেলা না হওয়ার পেছনে রয়েছে একটি শাস্তি। গত সপ্তাহে অস্টিনে অনুষ্ঠিত এমএলএস অল-স্টার গেমে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাকে, যার ফলে শনিবারের ম্যাচে অংশ নিতে পারেননি। তবে মাঠে না থাকলেও, ভক্তদের হৃদয়ে যে তিনি আছেন, তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল এই কনসার্টে।
আরও পড়ুন: