লুইস ডিয়াজের বিকল্প হিসেবে অ্যান্টোনিও নুসার কথা ভাবছে লিভারপুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৬:৪৯

আপডেট: ২৮ জুলাই, ২০২৫ ১৬:৫০

শেয়ার

লুইস ডিয়াজের বিকল্প হিসেবে অ্যান্টোনিও নুসার কথা ভাবছে লিভারপুল
অ্যান্টোনিও নুসা। ছবি: সংগৃহীত।

ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে চলছে দলবদলের মৌসুম। এই তালিকায় পিছিয়ে নেই লিভারপুলও। কলম্বিয়ান উইঙ্গার লুইস ডিয়াজের সম্ভাব্য বিদায়ে নতুন আক্রমণভাগ গড়ার প্রস্তুতি নিচ্ছে ইংলিশ জায়ান্টরা। লুইস ডিয়াজকে ৭৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে পাঠানোর কথা চূড়ান্ত পর্যায়ে, ফলে তার শূন্যস্থান পূরণে চোখ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দিকে।

 

তবে সমস্যা একটাই—রদ্রিগোর জন্য লস ব্লাঙ্কোসরা চাচ্ছে প্রায় ৯০ মিলিয়নের ইউরোর বিশাল অঙ্ক। ফলে এই ডিল ভেস্তে যেতে পারে বলেই আশঙ্কা করছে লিভারপুল। এমন পরিস্থিতিতে বিকল্প খুঁজতে শুরু করেছে ক্লাবটির ট্রান্সফার কমিটি, যেখানে সবচেয়ে জোরালো নাম—নরওয়েজিয়ান তরুণ উইঙ্গার অ্যান্টোনিও নুসা।

 

দুই প্রান্তেই সমান কার্যকর, 'নরওয়ের নেইমার'

 

২০ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন জার্মানির বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগে। দ্রুতগামী, ড্রিবলিং দক্ষতায় ভরপুর, ও সরাসরি গোলমুখে আক্রমণ করতে সক্ষম এই ফুটবলারকে বলা হয় নরওয়ে’র নেইমার’। কারণ, ঠিক নেইমারের মতোই প্রতিপক্ষের রক্ষণভাগে ভয় ঢুকিয়ে দেন নুসা—যখনই বল পায়ে থাকেন।

 

নুসার সবচেয়ে বড় শক্তি হলো—তিনি দুই উইংয়েই সমান দক্ষতায় খেলতে পারেন। অনেক উইঙ্গারই পজিশন বদলে খেই হারিয়ে ফেলেন, কিন্তু নুসার ক্ষেত্রে তার উল্টো। ডান-বাম দুই পাশ থেকেই তিনি গোল কিংবা অ্যাসিস্টের সুযোগ তৈরি করতে পারেন।

 

নরওয়ে জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৫ গোল করেছেন অ্যান্টোনিও নুসা। বড় ম্যাচে তার পারফরম্যান্স নজর কাড়ার মতো। ২০২৪-২৫ ইউরোপিয়ান নেশন্স লিগে স্লোভেনিয়া ও কাজাখস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। এছাড়া চলতি বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির বিপক্ষেও জালে বল জড়িয়েছেন এই উইঙ্গার।

 

ক্লাব ক্যারিয়ার

 

ব্রুজ থেকে লাইপজিগ

 

নুসা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে পরিচিতি পান বেলজিয়ান ফুটবল ক্লাব,  ক্লাব ব্রুজে খেলার সময়।

 

২০২১ -২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত তিন মৌসুমে ব্রুগের হয়ে ৮২ ম্যাচে মাঠে নেমে ৭ গোল করেন তিনি।

 

২০২৪–২৫ মৌসুমে বুন্দেসলিগার আরবি লাইপজিগে যোগ দেন নুসা, যেখানে তার সম্ভাবনাময় শুরু ইতোমধ্যেই নজর কেড়েছে স্কাউটদের।

 

লিভারপুলের নতুন কোচিং স্টাফ মনে করছেন, নুসা ট্যাকটিক্যালি ফ্লেক্সিবল এবং আধুনিক ফুটবলের প্যাটার্নের সঙ্গে দারুণ মানিয়ে নিতে পারেন। বিশেষ করে কাউন্টার অ্যাটাকে তার ভূমিকা, ওয়ান-অন-ওয়ানে দক্ষতা ও রক্ষণচাপ থেকে দলকে বের করে আনার ক্ষমতা—সবই তাকে ভবিষ্যতের বড় তারকায় পরিণত করতে পারে।