শিরোনাম

মাইলস্টোন কলেজে বিমান বিদ্ধ্বস্ত হওয়ার ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের শোক। ছবি. সংগৃহীত।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা জাতিকে। পাঁচ দিন পেরিয়ে গেলেও থামছে না মৃত্যুর মিছিল। আজ ২৬ জুলাই সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে, যাদের অধিকাংশই শিশু। এই অকালমৃত্যুর মর্মান্তিকতায় দেশজুড়ে চলছে শোকের ছায়া।
তবে এই শোক শুধু বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি। সেই ব্যথা ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। সুদূর ইংল্যান্ড থেকেও এসেছে সহানুভূতির বার্তা। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের প্রতি।
শনিবার (২৬ জুলাই) ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ফেসবুক পেজে লিখেছে, “ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার শিকার সবার প্রতি রইল আমাদের গভীর ভালোবাসা ও সহানুভূতি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে শোক পালনের জন্য প্রার্থনা করি।”
ইংল্যান্ডের এমন সংবেদনশীল প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত। অনেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই সহমর্মিতার প্রশংসা করেছেন।
এর আগে ২৩ জুলাই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এক চিঠির মাধ্যমে এই দুর্ঘটনায় তাদের শোক ও সমবেদনা জানায়। এবার একই কাতারে শোক প্রকাশ করল ম্যানচেস্টার ইউনাইটেডও।
আরও পড়ুন: