.jpg)
দীর্ঘ ১২ বছর পর প্রতিপক্ষ দলের মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন আর্জেন্টিনার ক্লাবগুলোর সমর্থকেরা। গত এক যুগ সমর্থকদের প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলা দেখা নিষিদ্ধ রেখেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গতকাল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এএফএ।
২০১৩ সালে সহিংস সংঘাতে এক দর্শকের মৃত্যু হয়। এরপর থেকেই প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলা দেখা নিষিদ্ধ ছিল আর্জেন্টিনার ক্লাব ফুটবলে। তবে চলতি মৌসুমে লিগের পরের রাউন্ড সামনে রেখে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো।
সংবাদ সম্মেলনে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, এটা ঐতিহাসিক এক দিন। কারণ, এর মধ্য দিয়ে প্রতিপক্ষ দলের সমর্থকদের ফেরা শুরু হলো।
বেনফিকা ছেড়ে কিছুদিন আগে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরেন দি মারিয়া। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের নিজ দেশের শীর্ষ লিগে ফেরায় দর্শকদেরও উন্মাদনা বেড়েছে। তাই দি মারিয়ার এই প্রত্যাবর্তন নিষেধাজ্ঞা তুলে নিতে বড় ভুমিকা রেখেছে বলে জানিয়েছেন এএফএ সভাপতি।
ইএসপিএন জানিয়েছে, প্রতিপক্ষ ক্লাবের মাঠে সমর্থকদের খেলা দেখতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা সর্বপ্রথম বুয়েনস এইরেসে আরোপ করা হয়েছিল। এরপর আর্জেন্টিনার অন্যান্য জেলায় তা কার্যকর করা হয়।
আর্জেন্টিনার শীর্ষ লিগে আগামী শনিবার রাতে লানুসের মুখোমুখি হবে দি মারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রাল। ম্যাচটি হবে লানুসের মাঠ নেস্তর দিয়াজ পেরেজ স্টেডিয়ামে। এএফএ জানিয়েছে, রোজারিও সেন্ট্রালের সাড়ে ৬ হাজার সমর্থক কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে থেকে লানুসের ‘অ্যাওয়ে’ গ্যালারিতে ম্যাচটি দেখতে পারবেন।
ইএসপিএন জানিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সিদ্ধান্ত আপাতত বুয়েনস এইরেসে কার্যকর হবে।
আরও পড়ুন: