২০২৬ বিশ্বকাপ থেকে পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১২:৪৮

শেয়ার

২০২৬ বিশ্বকাপ থেকে পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
বিশ্বকাপে পেনাল্টি শট নিচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টি শটের নতুন নিয়ম প্রচলনের কথা ভাবছেন ফুটবলের আইনপ্রণেতারা। পেনাল্টিতে নেওয়া শট গোলকিপার ফিরিয়ে দিলে কিংবা ক্রসবার অথবা পোস্টে লেগে ফিরে এলে আবারও শট নেওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে সেটা গোল কিক হবে। এই নিয়য় চালু হতে পারে আগামী বিশ্বকাপ থেকেই। 

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবলের আইনপ্রণয়নকারী স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এই প্রস্তাব আইএফএবিতে আলোচিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান।’ তারা জানিয়েছে, পেনাল্টি শট মিস করার পর ফিরতি বলে কেউ শট নিতে পারবে না, সেটা গোলকিক হবে। এ নিয়ম চালুর কথা ভাবছে আইএফএবি।

মেইল অনলাইন জানিয়েছে, হকির মতো ফুটবলেও পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে। এ ভাবনা থেকে নিয়মটি চালু করার আলোচনা উঠেছে। গোল হলে খেলা মাঝমাঠ থেকে আবার শুরু হবে। গোল না হলে গোলকিক পাবে পেনাল্টি ঠেকানো দল। কোনো কর্নার কিংবা দ্বিতীয় সুযোগ নেই।

ফুটবলকে আরও আধুনিক করে তুলতে যেসব সংস্কারের কথা ভাবা হচ্ছে, পেনাল্টিতে এক কিকের নিয়ম তারই অংশ। বিশেষ করে ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে পেনাল্টির এ নিয়ম পাল্টানোর কথা ভাবা হচ্ছে। তবে সে জন্য আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নিয়মটি পাস করতে হবে।