.jpg)
সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর মাঠে নেমেই আলো ছড়ালেন নেইমার। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের পাশাপাশি গোল করিয়েছেন তিনি। নেইমারের জ্বলে ওঠার ম্যাচে সান্তোস জিতেছে ৩–১ গোলের বড় ব্যবধানে।
চোটের সঙ্গে লড়াই করে যাওয়া নেইমার সাম্প্রতিক সময়ে খুব কমই মাঠে নামার সুযোগ পেয়েছেন। ফলে তাঁর মাঠে নামা ম্যাচগুলোতেও আলাদাভাবেই চোখ থাকে ভক্ত–সমর্থকদের। বিশেষ করে বিশ্বকাপের আগে নেইমার ফিট থেকে মাঠে কেমন পারফরম্যান্স করছেন, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে শুরু থেকে খেলেন নেইমার। বল পায়ে নিজের চিরচেনা কিছু ঝলক ঠিকই দেখিয়েছেন। ম্যাচের ২০ মিনিটে ট্রেডমার্ক পেনাল্টি শটে দলের প্রথম গোলটা করেন। সান্তোসে যোগ দেওয়ার পর এটি নেইমারের চতুর্থ গোল। ৩১ মিনিটে গিয়ের্মের করা গোলেও সহায়তা ছিল তাঁর। বিরতির পর অবশ্য আর মাঠে ফেরেননি নেইমার। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন পাদুলা।
সান্তোসের মূল দলের হয়ে এটা প্রথম ম্যাচ ছিল ক্লাবটির কিংবদন্তি ও সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রের। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে নিজের প্রথম ম্যাচ খেললেন।
পাশাপাশি দিয়েগো পিতুচার গোলে সহায়তা করে অভিষেকও রাঙিয়েছেন। শেষ পর্যন্ত ম্যাচটি অবশ্য নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। দর্শকেরা একাধিকবার মাঠে ঢুকে পড়ায় দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটেই থামিয়ে দিতে হয় খেলা।
আরও পড়ুন: