এমবাপ্পে, ভিনিসিয়ুস না গার্সিয়া: কাকে বাইরে রাখবেন আলোনসো?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ২০:৪৩

আপডেট: ১০ জুলাই, ২০২৫ ১৪:২৫

শেয়ার

এমবাপ্পে, ভিনিসিয়ুস না গার্সিয়া: কাকে বাইরে রাখবেন আলোনসো?

রিয়াল মাদ্রিদের নতুন সেনসেশন গনসালো গার্সিয়ার দুর্দান্ত পারফরম্যান্স এখন বড় সংকটে ফেলেছে দলের কোচ জাবি আলোনসোকে। ক্লাব বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর এমবাপ্পে দলে ফিরলেও একাদশে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। কারণ, দুর্দান্ত ছন্দে থাকা গার্সিয়াকে এখন বাদ দেওয়া কঠিন হয়ে পড়েছে।


বিশ্বকাপের শুরুতে এমবাপ্পের চোট গার্সিয়ার জন্য যেন আশীর্বাদ হয়ে আসে। গ্রুপ পর্বে এমবাপ্পের জায়গায় খেলে তিন ম্যাচে করেন ২ গোল ও ১ অ্যাসিস্ট। এরপর সব মিলিয়ে ৫ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে নিজেকে প্রমাণ করেছেন তরুণ এই ফরোয়ার্ড।


এদিকে এমবাপ্পে শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন, এবং কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে খেলেন ২৩ মিনিট। দুই ম্যাচেই তার উপস্থিতি আলো ছড়ালেও, পুরোপুরি ফিট এমবাপ্পে সেমিফাইনালে নিজের পুরোনো ক্লাব পিএসজির বিপক্ষে প্রথম একাদশে ফেরার জন্য তৈরি।


এই পরিস্থিতিতে আলোনসোর সামনে বড় প্রশ্ন—গার্সিয়া, এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে কাকে বাইরে রাখবেন তিনি? সাবেক রিয়াল তারকা প্রেদরাগ মিয়াতোভিচ পরামর্শ দিয়েছেন ভিনিসিয়ুসকে একাদশের বাইরে রাখার। তাঁর মতে, গার্সিয়া ও এমবাপ্পে দুজনই ফর্মে এবং গার্সিয়াকে বাদ দেওয়া হবে অন্যায়।


তবে আলোনসোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। কারণ ভিনিসিয়ুস সব সময় বড় ম্যাচে জ্বলে ওঠার খেলোয়াড়। তার উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। অন্যদিকে তিনজনকে একসঙ্গে মাঠে নামানোও ঝুঁকিপূর্ণ হতে পারে, যা দলের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এবং পিএসজির মতো প্রতিপক্ষের জন্য সুযোগ তৈরি করবে।


সব মিলিয়ে আজকের সেমিফাইনালে কোচ আলোনসো কাকে মাঠে নামান আর কাকে বেঞ্চে বসান, সেটাই এখন দেখার বিষয়। এই সিদ্ধান্তই রিয়ালের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।