দ্রুতগতির কারণেই জটা'র মর্মান্তিক মৃত্যু, নিশ্চিত করল স্প্যানিশ পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ২০:১০

আপডেট: ১০ জুলাই, ২০২৫ ২১:৪৫

শেয়ার

দ্রুতগতির কারণেই জটা'র মর্মান্তিক মৃত্যু, নিশ্চিত করল স্প্যানিশ পুলিশ
দুর্ঘটনার পর দিয়োগো জটার গাড়ির অংশ। ছবি:সংগৃহীত।

লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়োগো জটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা গত সপ্তাহে স্পেনের জামোরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্পেনের সিভিল গার্ডের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। 

 

দুই ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ির একটি চাকা ফেটে গেলে সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন জোতা নিজেই, যা বিশেষজ্ঞদের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে। ঘটনাটি ঘটে এ-৫২ মহাসড়কে, যেখানে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।

 

২৬ বছর বয়সী আন্দ্রে সিলভা পর্তুগালের দ্বিতীয় বিভাগীয় ক্লাব পেনাফিয়েলের খেলোয়াড় ছিলেন। তাঁর চেয়ে দুই বছর বড় দিয়োগো জটাসম্প্রতি শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন। পর্তুগালের হয়ে নেশনস লিগ এবং লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের গৌরব রয়েছে তাঁর।

 

পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, ফেরি ধরে ইংল্যান্ডে ফিরছিলেন জটা, কারণ চিকিৎসকের পরামর্শে তিনি বিমানে ভ্রমণ এড়িয়ে চলছিলেন। গত শনিবার তাঁদের জন্মশহর গন্ডোমারে দুই ভাইকে সমাহিত করা হয়। ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে এই হৃদয়বিদারক ঘটনায়।