.jpg)
কোনো লীগে বা জাতীয় দলে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়া সহজ নয়। অনেকেই নিয়িমিত গোল করেও সর্বোচ্চ গোলদাতা হতে পারেন না।
এদিক দিয়ে জোয়েল ‘ডেঞ্জার’ পোহায়ানপালোকে ভাগ্যবান বলতেই হবে। ফিনল্যান্ডের এই স্ট্রাইকার ২০২৪-২৫ মৌসুমে দুটি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন!
৩০ বছর বয়সী ফিনিশ স্ট্রাইকার মৌসুমের শুরুতে খেলেছেন সিরি ‘আ’ ক্লাব ভেনেৎসিয়ায়। গত ফেব্রুয়ারিতে সেই পোহায়ানপালো দল বদলে যোগ দেন সিরি ‘বি’ ক্লাব পালের্মোতে। সিরি ‘আ’তে ২০ ম্যাচে ৬ গোল করেই ভেনেৎসিয়ায় মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পোহায়ানপালো। তাঁর করা ৬ গোলই ছাড়াতে পারেননি অন্য কেউ।
পোহায়ানপালো পালের্মোর হয়ে খেলেছেন ১৪ ম্যাচ, ৯ গোল করেই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। পালের্মোয় অবশ্য এককভাবে সর্বোচ্চ গোলদাতা হননি, ইতালিয়ান স্ট্রাইকার মাত্তেও লুইজি ব্রুনোরিও করেছেন ৯ গোল। ব্রুনোরিও অবশ্য খেলেছেন ৩৩ ম্যাচ।
এক মৌসুমে দুটি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ঘটনা আরও আছে। নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার ক্লাস-ইয়ান হান্টেলার ২০০৫-০৬ মৌসুমে এরডিভিসি ক্লাব হিরেনভিন ও আয়াক্স আমস্টারডামের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। একই মৌসুমে স্কটিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব কিলমারনক ও গ্লাসগো রেঞ্জার্সের সর্বোচ্চ গোলদাতা ছিলেন স্কটিশ ফরোয়ার্ড ক্রিস বয়েড।
আরও পড়ুন: