সতীর্থের মৃত্যুতে হৃদয়বিদারক বার্তা রোনালদোর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৮:০৩

আপডেট: ৩ জুলাই, ২০২৫ ১৮:০৫

শেয়ার

সতীর্থের মৃত্যুতে হৃদয়বিদারক বার্তা রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদো ও দিয়াগো জোতা। ছবি: সংগৃহীত

স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোটা। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন ভক্ত-সমর্থক ও সতীর্থরা। জাতীয় দলের সতীর্থ জোতার মৃত্যুতে এক  হৃদয়বিদারক বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সড়ক দুর্ঘটনায় জোটার দুই বছরের ছোট ভাই আন্দ্রেও মারা গেছেন। তিনিও পেশাদার ফুটবলার ছিলেন। দুই ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পরেছে তাদের পরিবার। শোকাহত পরিবারের প্রতি স্বান্তনা বার্তা দিয়েছেন রোনালদো।  

সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, 'এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো নয়। এই তো সেদিনই আমরা জাতীয় দলে একসাথে ছিলাম, সেদিনই তো তোমার বিয়ে হলো। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি তাদের জন্য পৃথিবীর সমস্ত শক্তি কামনা করি। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে বিশ্রাম নাও, দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের খুব মিস করব।'

স্থানীয় পুলিশের বার্তা অনুযায়ী, জোটা এবং তার ভাই আন্দ্রে একটি ল্যাম্বরগিনি গাড়িতে করে ভ্রমণ করছিলেন। গাড়িটি ওভারটেক করার সময় টায়ার বিস্ফোরণের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। এতে তাদের মৃত্যু হয়।