এশিয়া কাপে ফাইনালের দুই দল বাছাই হবে যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩১

শেয়ার

এশিয়া কাপে ফাইনালের দুই দল বাছাই হবে যেভাবে
এশিয়া কাপ ট্রফি। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে রোমাঞ্চকর এক অধ্যায়ের মধ্য দিয়ে। এবার মঞ্চ সাজানো সুপার ফোরের লড়াইয়ের জন্য। শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নতুন এই অধ্যায়, যেখানে চার দলের মধ্যে সেরা দুই দলই জায়গা করে নেবে ফাইনালে।

 

গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছেছে সুপার ফোরে। তবে এটি কোনো নকআউট রাউন্ড নয়, বরং রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে চার দলই। প্রতিটি দল মুখোমুখি হবে বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে, অর্থাৎ সবাই খেলবে তিনটি করে ম্যাচ।

 

এখানে নিয়ম একেবারেই সোজা, একটি জয়ে মিলবে দুই পয়েন্ট, ম্যাচ পরিত্যক্ত হলে ভাগাভাগি হবে এক পয়েন্ট করে, আর হারের খাতায় কিছুই যোগ হবে না। লিগ পর্ব শেষে যে দুই দল থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে, তারাই খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। পয়েন্ট সমান হলে নির্ধারণী ভূমিকা রাখবে নেট রান রেট।

 

দুবাই ও আবুধাবি হবে সুপার ফোরের আসল যুদ্ধক্ষেত্র। প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর পরের দিন (২১ সেপ্টেম্বর) দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, ভারত বনাম পাকিস্তান। টানা এক সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতার পর ২৮ সেপ্টেম্বর দুবাইতেই অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল।