"আমরা জানি বাংলাদেশ কোথায় শক্তিশালী, আর কোথায় দুর্বল"

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২০

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২০

শেয়ার

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। আর আফগানদের বিদায়ে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশও। শনিবার (২০ সেপ্টেম্বর) মুখোমুখি হবে এই দুই দল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের আগে লঙ্কানরা প্রতিপক্ষকে দেখছে যথেষ্ট সমীহের চোখে।

 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে বেশ কয়েকবার মোকাবিলা করায় তাদের খুঁটিনাটি শক্তি ও দুর্বলতা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে লঙ্কান ক্রিকেটারদের। সেটিই কাজে লাগাতে চান তারা। তিনি বলেন, ‘আমরা গত তিন-চার মাসে বাংলাদেশের সঙ্গে চার-পাঁচটি ম্যাচ খেলেছি। ফলে তাদের শক্তি-দুর্বলতা আমরা ভালোভাবেই জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা মাঠে দারুণ লড়াই করবে।’

 

বাংলাদেশের সাম্প্রতিক ধারাবাহিকতা নিয়েও প্রশংসা করেন কান্দাম্বি। টানা তিনটি সিরিজ জেতা বাংলাদেশকে তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে আখ্যা দেন। লঙ্কান কোচের মতে, পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারলে জয়ের সম্ভাবনা রয়েছে তাদের।

 

তার ভাষায়, ‘বাংলাদেশ বর্তমানে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আমরা জানি তারা কোন জায়গায় শক্তিশালী, আর কোথায় দুর্বল। কাজেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই আমরা সাফল্য পাব বলে বিশ্বাস করি।’