“আমি অনেক খুশি, প্রায় পারফেক্ট ম্যাচ খেলেছি আমরা”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৪

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২৩

শেয়ার

“আমি অনেক খুশি, প্রায় পারফেক্ট ম্যাচ খেলেছি আমরা”
লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে দারুণভাবে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয়ে বাংলাদেশও জায়গা করে নিয়েছে শেষ চারে। ফলে ম্যাচজুড়ে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করেছিল বাংলাদেশি সমর্থকরা, আর তাদের হতাশ করেনি চারিথ আসালাঙ্কার দল।

 

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়েছিল আফগানিস্তান। তবে শেষ দিকে ঝড় তুলেন মোহাম্মদ নবী। তার বিস্ফোরক ২২ বলে ৬০ রানের ইনিংসে শেষ ওভারে ৩২ রান যোগ হয় স্কোরবোর্ডে, আর আফগানরা দাঁড় করায় ১৬৯ রানের সংগ্রহ।

 

জবাবে শ্রীলঙ্কা দেখিয়েছে দুর্দান্ত দৃঢ়তা। ইনিংসের গোড়াতেই আফগান বোলারদের চাপে ফেলে দেন কুশল মেন্ডিস। তার ৫২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে লক্ষ্য ছুঁয়ে ফেলে লঙ্কানরা, নিশ্চিত করে নিজেদের ও বাংলাদেশের সুপার ফোরের টিকিট।

 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক চারিথ আসালাঙ্কা খুশি হয়ে বলেন, “আমি অনেক খুশি, প্রায় পারফেক্ট ম্যাচ খেলেছি আমরা। শুরুতে পেসাররা দারুণ কাজ করেছে। শুধু শেষ ওভারে একটু তালগোল পাকিয়েছি।”

 

তিনি আরও যোগ করেন, “(নুয়ান থুসারা) নতুন বলে দারুণ বোলিং করছে। ফিল্ডিংয়েও সবাই চমৎকার ছিল (কুশল) পেরেরার দুই ক্যাচ, দুশমন্থর ক্যাচ অসাধারণ। আমরা চাই ছোট ফরম্যাটে শতভাগ ক্যাচ নিতে। এটিই আমাদের লক্ষ্য।”

 

সমর্থকদের প্রসঙ্গেও আসালাঙ্কা বলেন, “আমরা দেশের বাইরে খেললেও তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। আশা করি সামনে আরও সমর্থন পাবো।”

 

সুপার ফোরে শনিবার (২০ সেপ্টেম্বর) আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।