শিরোনাম
.jpg)
পাকিস্তানের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য নির্ভর করছিল অন্যদের ফলাফলের ওপর। শেষ পর্যন্ত সেই নির্ভরতার অবসান ঘটায় শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে তাদের জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সুপার ফোর। তাই শ্রীলঙ্কার ম্যাচজুড়ে বাংলাদেশের সমর্থকেরাও নিঃশব্দে প্রার্থনায় ছিলেন দ্বীপ রাষ্ট্রটির পক্ষে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা বিষয়টি বেশ মজার ভঙ্গিতেই তুলে ধরেছেন। ম্যাচশেষে নিজের ইউটিউব চ্যানেলে তিনি মন্তব্য করেন, “বাংলাদেশে আমি নিশ্চিত খুশির ঢেউ বয়ে গেছে। সবাই চাইছিল কোনোভাবে যেন আফগানিস্তান এগোতে না পারে।”
তবে আফগানিস্তানের ব্যর্থতা নিয়েও আক্ষেপ করেছেন রমিজ। তার মতে, ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করেও নিজেদের সবচেয়ে বড় শক্তি,বোলিং দ্বারাই হোঁচট খেয়েছে আফগানরা। বিপরীতে লঙ্কানদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
এই জয়ের নায়ক ছিলেন কুশাল মেন্ডিস। ৫২ বলে অপরাজিত ৭৪ রানের ঝলমলে ইনিংসে দলকে পথ দেখান তিনি। রমিজ মেন্ডিসের ব্যাটিং শৈলী নিয়েও প্রশংসায় ভাসান। তার ভাষায়, “ছোটখাটো গড়নের হলেও মেন্ডিস দুর্দান্ত কাট, সুইপ আর ডাউন দ্য উইকেটে খেলতে পারেন। স্পিনারদের হাত দেখে শট বেছে নেন। স্পিনের বিরুদ্ধে তার নিখুঁত খেলার কারণেই তিনি ম্যাচ উইনার হয়ে উঠেছেন।”
আরও পড়ুন: