ম্যাচ শেষে বাবার মৃত্যুর খবর পেলেন ভেল্লালাগে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫৯

শেয়ার

ম্যাচ শেষে বাবার মৃত্যুর খবর পেলেন ভেল্লালাগে
লঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগে। ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিত ভেল্লালাগের জন্য নেমে এলো ব্যক্তিগত এক ট্র্যাজেডি। খেলার পরপরই তিনি পান বাবার মৃত্যুসংবাদ। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সে না–ফেরার দেশে পাড়ি জমান সুরাঙ্গা ভেল্লালাগে। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়ার এবং আবুধাবিতে এশিয়া কাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও খবরটি জানিয়েছেন।

 

সুরাঙ্গা নিজেও ছিলেন ক্রিকেটার। তবে সন্তানের আন্তর্জাতিক মঞ্চে ওঠার সাফল্য দেখে যেতে পারলেও ছেলের জীবনের সবচেয়ে আলোচিত এক ম্যাচের পরই বিদায় নিলেন তিনি।

 

সেদিন আফগানিস্তানের বিপক্ষে দলে ফিরেছিলেন দুনিত। মহীশ তিকসানার পরিবর্তে সুযোগ পেয়ে বল হাতে শুরুটা ভালোই করেছিলেন, প্রথম তিন ওভারে দেন ১৭ রান। কিন্তু শেষ ওভারটা হয়ে দাঁড়ায় ভয়াবহ দুঃস্বপ্ন। সেই ওভারেই মোহাম্মদ নবীর বিধ্বংসী ব্যাটিংয়ে ওঠে ৩২ রান, যার মধ্যে পাঁচটি ছিল ছক্কা।

 

তবে ভেল্লালাগের সেই ব্যর্থতা দলের জয়কে থামাতে পারেনি। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট হাতে মাঠে নেমে শ্রীলঙ্কা ভরসা পায় কুশল মেন্ডিসের ব্যাটে। ৫২ বলে ১০ চার ও অপরাজিত ৭৪ রানে এগিয়ে নিয়ে যান দলকে। ফল, ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় শ্রীলঙ্কার।

 

এই জয়ের সঙ্গে শুধু শ্রীলঙ্কারই নয়, খুশিতে ভেসেছে বাংলাদেশও। কারণ লঙ্কানদের জয়ের সুবাদেই এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে লিটন দাসের দল।