শিরোনাম
.jpg)
নামিবিয়ান ব্যাটার জ্যান ফ্রাইলিঙ্ক। ছবি: সংগৃহীত।
বুলাওয়ের আকাশ আজ (১৮ সেপ্টেম্বর) সাক্ষী রইল নামিবিয়ার অনন্য কীর্তির। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার জ্যান ফ্রাইলিঙ্ক। মাত্র ১৩ বলে ফিফটি তুলে ইতিহাস গড়েন তিনি, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে কোনো সহযোগী দেশের ব্যাটারের দ্রুততম হাফসেঞ্চুরি এটি।
ফ্রাইলিঙ্কের ব্যাটিং ছিল বিধ্বংসী। ইনিংস শেষে তার নামের পাশে ৩১ বলে ৭৭ রান, যেখানে রয়েছে ৮ চার আর ৬ ছক্কা। তাঁর সেই ইনিংসের হাত ধরেই নামিবিয়া প্রথমবারের মতো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ পায়, ২০ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ২০৪ রান।
টি-টোয়েন্টি ইতিহাসে ফ্রাইলিঙ্কের ১৩ বলে ফিফটি যৌথভাবে তৃতীয় দ্রুততম। এর চেয়ে দ্রুত হাফসেঞ্চুরি আছে মাত্র দু’জনের, নেপালের দীপেন্দ্র সিং আইরে (৯ বলে, মঙ্গোলিয়ার বিপক্ষে, ২০২৩ এশিয়ান গেমস) এবং ভারতের যুবরাজ সিং (১২ বলে, ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৭ বিশ্বকাপ)। ফ্রাইলিঙ্ক যোগ দিলেন অস্ট্রিয়ার মির্জা আহসান, তুরস্কের মোহাম্মদ ফাহাদ ও জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানির সঙ্গে, যারা এর আগে ১৩ বলে হাফসেঞ্চুরির নজির গড়েছিলেন।
ফ্রাইলিঙ্কের ঝোড়ো ইনিংসের পাশাপাশি রুবেন ট্রাম্পেলম্যানও খেলেছেন ২৪ বলে ৪৬ রানের দারুণ ইনিংস। দুজনের ব্যাটে ভর করেই ইতিহাস গড়ে নামিবিয়া।
যদিও সিরিজ ইতোমধ্যেই জিম্বাবুয়ের দখলে, তবে শেষ ম্যাচে ফ্রাইলিঙ্কের সেই রেকর্ড ইনিংস সহযোগী দেশ নামিবিয়াকে এনে দিল নতুন মর্যাদা যা হয়তো তাদের টি-টোয়েন্টি ক্রিকেটে আগামী দিনের পথচলার মোড় ঘুরিয়ে দেবে।
আরও পড়ুন: