মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২০

শেয়ার

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
দুই অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও রশিদ খান। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের সুপার ফোর ভাগ্য নির্ধারণী লড়াইয়ে টসের মুদ্রা আজ হাসল আফগানিস্তানের ভাগ্যে। শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কার হাতে থাকা কয়েনটি ছুড়ে দেন মাঝ মাঠে, ডাকেন রশিদ খান, ‘টেইলস’। ডাকে মিলেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নতুন হলেও সাধারণত ব্যাটিং সহায়ক এই উইকেটে রশিদদের পরিকল্পনা পরিষ্কার, প্রথমে যতটা সম্ভব রান বোর্ডে তুলে চাপ সৃষ্টি করা।

 

আফগানিস্তান দলে আজকের (১৮ সেপ্টেম্বর) ম্যাচে দুটি পরিবর্তন। জায়গা পেয়েছেন রসুলি ও মুজিব উর রহমান, বাদ পড়েছেন গজনফর ও নাইব। টুর্নামেন্টের এই চাপের ম্যাচে সহজভাবে সঠিক কাজগুলো করাই মূল মন্ত্র ধরে রেখেছে আফগান শিবির।

 

কিন্তু এ ম্যাচকে ঘিরে তাকিয়ে আছে বাংলাদেশও। বলা ভালো, এ যেন বাংলাদেশের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কারণ, টাইগারদের সুপার ফোরের স্বপ্ন এখন নির্ভর করছে শ্রীলঙ্কার জয়ের ওপর। যদি আফগানিস্তান জেতে, তবে বাংলাদেশের সামনে জটিল সমীকরণ, শুধু জয় নয়, বরং বড় ব্যবধানে জয় পেতে হবে আফগানদের, তবেই সুপার ফোরে জায়গা পাবে তারা।

 

তাই বাংলাদেশের সমর্থকেরা আজ অদ্ভুত এক পরিস্থিতিতে। চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানেই একই সুর, ‘আজ লঙ্কানদেরই জিততে হবে।’