পাইক্রফটের ক্ষমা চাওয়াকে পাকিস্তানের ‘নৈতিক জয়’ বললেন রমিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩৬

শেয়ার

পাইক্রফটের ক্ষমা চাওয়াকে পাকিস্তানের ‘নৈতিক জয়’ বললেন রমিজ
পাকিস্তানের ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখনো ঠান্ডা হয়নি। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে এই ম্যাচেই জন্ম নেয় নাটকীয়তার ঝড়। মূল কেন্দ্রবিন্দু ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তোলে, ভারতীয় ক্রিকেটাররা টসের আগে ও পরে করমর্দন না করার পেছনে নাকি পাইক্রফটেরই ভূমিকা ছিল। এ নিয়েই তীব্র অসন্তোষ জানায় তারা এবং রেফারিকে সরানোর দাবি তোলে। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চাইতে বাধ্য হন। পাকিস্তানি ক্রিকেট অঙ্গনে বিষয়টি এখন দেখা হচ্ছে এক ধরনের ‘নৈতিক জয়’ হিসেবে।

 

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা বলেন, “এটা আমাদের জন্য একটি নৈতিক জয়। পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, আবেগ প্রবল ছিল। তবু আমরা হঠকারী সিদ্ধান্ত নিইনি। যদি টুর্নামেন্ট বর্জন করতাম, তাহলে দেশের ক্রিকেটের বড় ক্ষতি হতো। আশা করি, এই হতাশা ও ক্ষোভ মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।”

 

তবে এখানেই শেষ নয় বিতর্ক। ভারতের জয়ের পর সুরিয়াকুমার ইয়াদাভ সেটি উৎসর্গ করেন সেনাবাহিনী ও পেহেলগাম হামলায় নিহত পরিবারদের। এ নিয়েও আপত্তি জানান রমিজ। তাঁর মতে, ক্রিকেটকে যদি রাজনৈতিক হাতিয়ার বানানো হয়, তবে খেলাধুলার প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে।

 

রমিজ আরও অভিযোগ তোলেন পাইক্রফটের নিরপেক্ষতা নিয়ে। তাঁর ভাষায়, “অ্যান্ডি পাইক্রফট ভারতের খুব কাছের। ভারতের প্রায় ৯০টি ম্যাচে দায়িত্ব পালন করেছে সে। এটা নির্লজ্জ, একতরফা আচরণ। এমনটা হওয়া উচিত নয়, কারণ রেফারির আসন তো নিরপেক্ষ জায়গা।”

 

যদিও পরিসংখ্যান ভিন্ন কিছু বলছে।  পাইক্রফট আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার (১৩৫) ম্যাচে। এরপর শ্রীলঙ্কা (১৩২), ভারত (১২৪), পাকিস্তান (১০২), ইংল্যান্ড (১০৭), বাংলাদেশ (৮৩) ও অস্ট্রেলিয়ার (৮০) ম্যাচ রয়েছে তাঁর তালিকায়। অর্থাৎ ভারতে দায়িত্ব পালনের সংখ্যা যতটা বেশি বলে দাবি করা হচ্ছে, বাস্তবে অন্য দেশগুলোর সঙ্গেও প্রায় সমানভাবে যুক্ত থেকেছেন তিনি।