লঙ্কান বোর্ডের স্টোরিতে শ্রীলঙ্কার ‘ডাই হার্ড বাংলাদেশি ফ্যানবেইজ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪২

শেয়ার

লঙ্কান বোর্ডের স্টোরিতে শ্রীলঙ্কার ‘ডাই হার্ড বাংলাদেশি ফ্যানবেইজ’
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের লোগো ও তাদের স্টোরি। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কাগজে কলমে এই লড়াইয়ে বাংলাদেশের নাম নেই, কিন্তু ম্যাচটির ফলাফলের ওপরই নির্ভর করছে টাইগারদের সুপার ফোরের ভাগ্য। ফলে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রার্থনা করছেন বাংলাদেশের সমর্থকেরা। যেন আচমকাই তারা হয়ে গেছেন লঙ্কানদের অঘোষিত সমর্থক।

 

গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তবে চিন্তার জায়গা নেট রানরেট, যা এখন -০.২৭০। হংকংয়ের বিপক্ষে অল্প ব্যবধানে জয় আর শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরাজয় টাইগারদের অবস্থাকে করেছে নড়বড়ে। অন্যদিকে, শ্রীলঙ্কা এখনও অপরাজিত, তাদের নেট রানরেট +১.৫৪৬। আফগানিস্তানের ২ ম্যাচ শেষে সমান ২ পয়েন্ট, তবে নেট রানরেট +২.১৫০ হওয়ায় তারা তুলনামূলকভাবে এগিয়ে। হংকং আগেই বিদায় নিয়েছে।

 

এ অবস্থায় বাংলাদেশের জন্য সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। লঙ্কানরা যদি আফগানদের হারাতে পারে, তবে লিটন দাসরা নিশ্চিতভাবেই সুপার ফোরে জায়গা করে নেবে। কিন্তু আফগানিস্তান যদি ন্যূনতম ব্যবধানে হলেও জিতে যায়, তবে বিদায় নিতে হবে বাংলাদেশকে। এমনকি শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারে, তবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশও সুপার ফোরে উঠতে পারে। অর্থাৎ ম্যাচটির প্রতিটি বলের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য।

 

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক সময়ে পেয়েছে আলাদা মাত্রা। ‘নাগিন ডার্বি’ নামে পরিচিত এই লড়াইতে মাঠের বাইরে যেমন উত্তেজনা থাকে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের সমর্থকদের কথার লড়াইও কম হয় না। কিন্তু এবারের দৃশ্য ভিন্ন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ফেসবুক পেইজে ভিড় জমাচ্ছেন বাংলাদেশি সমর্থকেরা, মন্তব্যে একটাই কথা—“ভালো খেলো শ্রীলঙ্কা।” এমনকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজেদের এক পোস্টে বাংলাদেশিদের এই সমর্থনের প্রমাণও তুলে ধরেছে।

 

সুপার ফোরের সমীকরণ 

 

বাংলাদেশের ক্ষেত্রে:  শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। হারলে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান কিংবা ৫৩ বল বাকি। তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।

 

শ্রীলঙ্কার ক্ষেত্রে: ৭১ রান (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলেও সমস্যা নেই। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে।

 

আফগানিস্তানের ক্ষেত্রে: জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ।