“আমরাও আফগানিস্তানকে হারাতে চাই”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:১৯

শেয়ার

“আমরাও আফগানিস্তানকে হারাতে চাই”
শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ইতোমধ্যে সবগুলো ম্যাচ খেলে ফেললেও, টাইগারদের সুপার ফোরে যাওয়া নির্ভর করছে এই ম্যাচের ফলের ওপর।

 

সমীকরণ একেবারেই সহজ, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশের পথ খুলবে। তবে শ্রীলঙ্কা হারলেও অল্প কিছু আশা থাকবে, কিন্তু সেটি হতে হবে বিশাল ব্যবধানে। তাই বাস্তবতায় ভর করেই বলা যায়, টাইগাররা এখন লঙ্কানদের জয়ের দিকেই তাকিয়ে।

 

এমন পরিস্থিতি ঘিরে আলোচনা চলছে শুধু বাংলাদেশেই নয়, আরব আমিরাতেও। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে। তিনি জানালেন, তাদের লক্ষ্যও জয়ের মধ্য দিয়ে সুপার ফোর নিশ্চিত করা।

 

শানাকার ভাষায়, “আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশও চাচ্ছে আমরা যেন জিতি। আমরাও চাই আফগানিস্তানকে হারাতে। ওরা দুর্দান্ত দল, তবে জিততে পারলে সেটাই আমাদের জন্য সেরা হবে।”

 

শুধু জয় নয়, ম্যাচটি আরেক দিক থেকেও সমান আকর্ষণীয়, স্পিনারদের লড়াই। আফগানিস্তানের ঘূর্ণি আক্রমণ নিয়েও সচেতন শ্রীলঙ্কা। তবে আবুধাবির এই মাঠে আফগানদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী দাসুন শানাকা।

 

তিনি বলেন, “এটা হবে মূলত স্পিনের লড়াই। তাদের বোলিং শক্তিশালী, তবে আমরা তার জন্য প্রস্তুত। আগেও এখানে ওদের মুখোমুখি হয়েছি।”