আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৪২

শেয়ার

আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির উইকেট উদযাপন। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ–এ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ৪১ রানে হারিয়েছে আলমান আঘার দল। এই জয়ের মধ্য দিয়ে ভারতকে সঙ্গী করে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান।

 

প্রথমে ব্যাট করে পাকিস্তান গড়েছিল ১৪৬ রানের লড়াইযোগ্য সংগ্রহ। ইনিংসের ভরসা ছিলেন ফখর জামান, ঝোড়ো ৫০ রান করেছেন মাত্র ৩৬ বলে। শেষদিকে হাত খুলে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি, ১৪ বলে অপরাজিত ২৯ রানের ক্যামিও এনে দিয়েছেন দলকে। যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান, তবু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের ভেতর দিয়ে নিজেদের বোলারদের জন্য মঞ্চ তৈরি করে দেয় তারা।

 

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যর্থ ইউএই ব্যাটাররা। পাকিস্তানের শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি কেউ। ১৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে সংগ্রহ করতে পেরেছে মাত্র ১০৫ রান। সর্বোচ্চ ৩৫ বলে ৩৫ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার রাহুল চোপড়া।

 

বোলিংয়ে নেতৃত্ব দেন শাহীন আফ্রিদি ও হারিস রউফ। শাহীন মাত্র তিন ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। হারিস ২.৪ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেছেন আরও ২ উইকেট। স্পিনে সহায়তা দেন আবরার আহমেদ ও সালমান আঘা, দুজনেই তুলে নেন একটি করে উইকেট।