শিরোনাম
.jpg)
পাকিস্তানের ওপেনার সাইম আয়ুব। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে ব্যাট হাতে রীতিমতো দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আয়ুব। টানা তিন ম্যাচে ডাক মেরে এমন এক রেকর্ড গড়লেন, যা তিনি চাইবেন যত দ্রুত সম্ভব ভুলে যেতে।
প্রথমে ওমানের বিপক্ষে গোল্ডেন ডাক, এরপর ভারতের বিরুদ্ধেও সেই একই পরিণতি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুই বল খেলে ফেরেন শূন্য রানে। টানা তিন ম্যাচে ডাক এমন বিব্রতকর রেকর্ড গড়ে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে অনেকেই টানা শূন্য রানে ফিরেছেন, তবে এশিয়া কাপে এটিই প্রথম। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ওপেনার হিসেবে টানা তিন ম্যাচে ডাক মারা এখন পর্যন্ত একমাত্র সাইম আয়ুবই।
এবার আরও একটি অনাকাঙ্ক্ষিত তালিকায় নাম উঠল তার। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে ডাক পাওয়া ৬২তম ব্যাটার হলেন সাইম আয়ুব। এর আগে পাকিস্তানের হয়ে এই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ হাফিজ ও আবদুল্লাহ শফিক। এর মধ্যে আবার টানা চার ম্যাচে ডাক মেরে শীর্ষে আছেন আবদুল্লাহ ।
সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য আলোচনায় আসা সাইম এখন নিজেকে খুঁজে ফিরছেন। পাকিস্তানের ক্রিকেটে ওপেনিং পজিশন বরাবরই আলোচনার কেন্দ্র, সেখানে বারবার ব্যর্থতা তার জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।
আরও পড়ুন: