বাংলাদেশের ‘এমকেএস’ ব্যাটে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলবে ইতালি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৩৭

শেয়ার

বাংলাদেশের ‘এমকেএস’ ব্যাটে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলবে ইতালি
নিজেদের প্রথম বিশ্বকাপে এমকেএস ব্যাট ব্যবহার করবে ইতালি। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। ইতালির জাতীয় ক্রিকেট দলের হয়ে মাঠ মাতাবেন যারা, তাদের হাতে থাকবে বাংলাদেশের এই কোম্পানির তৈরি ব্যাট। শুধু তাই নয়, দলের অধিনায়ক জো বার্নস যিনি দলকে প্রথমবারের মতো ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে তুলেছেন সেও ব্যাট করবেন এমকেএসের ইংলিশ উইলো ব্যাট হাতে।

 

ফুটবলের দেশ ইতালি এখন ধীরে ধীরে ক্রিকেটেও জায়গা করে নিচ্ছে। চারবারের বিশ্বকাপজয়ী দেশটি এবার প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। ইতিহাস গড়ার মুহূর্তে তারা বেছে নিয়েছে বাংলাদেশের এমকেএসকে।

 

ইতালির ক্রিকেটাররা এমকেএসের ব্যাট খুঁজে পান ফেসবুক পেজে। এরপর সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করেন। কোম্পানিটির অন্যতম প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ আফতাব শাহীন, যিনি জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে মিলে এমকেএস শুরু করেছিলেন, গণমাধ্যমকে জানালেন, “হ্যাঁ, অর্ডার ইতালির জাতীয় দল থেকেই এসেছে। তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এবং সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এটা আমাদের জন্য বিশাল অর্জন।”

 

আন্তর্জাতিক ক্রিকেটারদের হাতেও আগেই এমকেএসের ব্যাট দেখা গেছে। তবে ইতালির অধিনায়ক বার্নসের এই আস্থা ব্র্যান্ডকে আরও এগিয়ে নেবে বলে বিশ্বাস করেন শাহীন, “যখন বিদেশি কোনো শীর্ষ ক্রিকেটার আমাদের ব্যাট ব্যবহার করে, তখন পুরো বিশ্ব আমাদের মানের স্বীকৃতি পায়। এটা বাংলাদেশ হিসেবে আমাদের জন্য গর্বের।”

 

শুধু বিদেশি নয়, দেশীয় তারকারাও এমকেএস ব্যবহার করছেন। এর মধ্যে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। শাহীন মনে করেন, সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার এমকেএসের সঙ্গে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। শাহীন বলেন, “বিশ্বের যেকোনো লিগেই তিনি খেলেন। তার হাতে আমাদের ব্যাট মানে এমকেএসকে অন্য দেশও দেখবে, চিনবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার।