শিরোনাম
.jpg)
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড অধিনায়ক জ্যাকব বেথেল ও পল স্টার্লিং। ছবি: সংগৃহীত।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন ইংল্যান্ডের কনিষ্ঠ অধিনায়ক জ্যাকব বেথেল। মাত্র ২৩ বছর বয়সে টস করা এই বাঁহাতি ব্যাটার ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। এর আগে ১৮৮৯ সালে মন্টি বোডেন ২৩ বছর বয়সে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রানের রেকর্ড ম্যাচের পর ইংল্যান্ডে দুই পরিবর্তন আনা হয়েছে। জফরা আর্চার ও হ্যারি ব্রুককে বিশ্রাম দেওয়া হয়েছে। নতুন সুযোগ পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ এবং তৃতীয় পেসার হিসেবে দলে ঢুকেছেন জেমি ওভারটন।
দলে জায়গা হয়নি জর্ডান কক্সের। তবে সনি বেকার, স্কট কারি ও টম হার্টলি স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে তারা খেলবেন না।
ইংল্যান্ড-আয়ারল্যান্ডে মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টিতে তিন বছর আগে আয়ারল্যান্ড জিতেছিল। এবার তারা বোলিংয়ে বড় দুই অস্ত্র, মার্ক অ্যাডায়ার ও জশ লিটল কে চোটের কারণে দলে পাচ্ছে না।
আয়ারল্যান্ডের একাদশে জায়গা হয়নি অভিষেকের অপেক্ষায় থাকা বেন ক্যালিটজের। অধিনায়ক পল স্টার্লিং জানিয়েছিলেন, মিডল অর্ডারে একজন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারের প্রয়োজন। সেই জায়গায় খেলবেন অলরাউন্ডার গ্যারেথ ডেলানি।
বোলিং আক্রমণে আছেন চারজন ফ্রন্টলাইন পেসার। বাঁহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রিসও নতুন বলের দায়িত্ব নিতে পারেন। ডাবলিনে রাতভর বৃষ্টির পর সকালে রোদ ওঠায় পূর্ণ ২০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: