শিরোনাম
.jpg)
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট এক আবহ। নাটকীয়তা, বৈঠক আর ম্যাচ বর্জনের গুঞ্জন পেছনে ফেলে অবশেষে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামছে সালমান আলী আঘার দল।
এর আগে ম্যাচ ঘিরে ছিল তীব্র অনিশ্চয়তা। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে মাঠে পৌঁছানোর কথা থাকলেও পাকিস্তানি ক্রিকেটাররা তখনও টিম হোটেলেই অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত পিসিবি সভাপতি মহসিন নাকভির অনুমতি মেলে মাঠে আসেন সালমান আঘারা ও তার সতীর্থরা। ম্যাচের সময়ও এক ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এই অস্থিরতার পেছনে কারণ একটাই, ভারত-পাকিস্তান ম্যাচের টসকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক। ১৪ সেপ্টেম্বর দুই অধিনায়ককে করমর্দন করতে দেননি আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তান বোর্ডের অভিযোগ, এটি ছিল আচরণবিধি এবং স্পিরিট অব দ্য ক্রিকেট-এর সরাসরি লঙ্ঘন। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটে তুমুল আলোচনার জন্ম দেয়।
অবশেষে মুখ খুলেছেন পাইক্রফট নিজেই। পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, পুরো ঘটনাটি আসলে ভুল বোঝাবুঝির ফল। স্বীকার করেছেন, বিষয়টি ভিন্নভাবে সামলানো যেত। আইসিসিও জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে তারা তদন্তে আগ্রহী।
মাঠে নামা পাকিস্তান একাদশে সুফিয়ান মুকিম ও ফাইম আশরাফের বদলে ফিরেছেন হারিস রউফ এবং খুশদিল শাহ।
পাকিস্তান একাদশ: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নবাজ, মোহাম্মদ নবাজ, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
সংযুক্ত আরব আমিরাত একাদশ : আলিশান শরাফু, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক),আসিফ খান, মোহাম্মদ জোহাইব, হর্ষিত কৌশিক, রাহুল চোপড়া, ধ্রুব পরাশর, হায়দার আলি, সিমরনজিত সিং, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ রোহিদ।
আরও পড়ুন: