শিরোনাম
.jpg)
পাকিস্তানের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায় নিশ্চিত। সেই ম্যাচে ইতিহাস গড়ে দেশের বাইরে প্রথমবার আফগানদের হারিয়েছে টাইগাররা। আর এই জয়েই মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, “মাস্ট উইন ম্যাচের চাপ আলাদা। এই চাপই অনেক সময় খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। বাংলাদেশের ক্রিকেটাররাও ঠিক সেটাই করেছে। তারা জেতার জন্য মরিয়া ছিল। বিশেষ করে মুস্তাফিজ যখন চাপের মুহূর্তে তিন উইকেট নিল, তখনই ম্যাচ ঘুরে যায়।”
রমিজের চোখে সবচেয়ে বড় প্রশংসার জায়গা, বাংলাদেশের ঠাণ্ডা মাথায় খেলা। “খুব কম দলই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনার মধ্যে এমন শান্ত থেকে খেলতে পারে। সাধারণত তখন দল যদি-কিন্তুর ফাঁদে পড়ে যায়, পারফরম্যান্সও নেমে যায়। কিন্তু বাংলাদেশ তা হতে দেয়নি।”
শুধু মুস্তাফিজ নয়, ম্যাচসেরা নাসুম আহমেদের বোলিংও রমিজের নজর কাড়ে। নতুন বলে স্পিনারদের বোলিং করা কঠিন হলেও নাসুম দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন বলে মন্তব্য তার। ইব্রাহিম জাদরান ও গুরবাজের মতো দুই মূল ব্যাটারকে ফিরিয়ে আফগানদের ব্যাটিং ভেঙে দেন নাসুম। “এই দুই উইকেটই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট,” বলেন রমিজ।
অন্যদিকে আফগানিস্তানের দুর্বলতার দিকগুলোও তুলে ধরেন সাবেক পাকিস্তানি ব্যাটার। তার মতে, রান তাড়া করতে নেমে তারা পরিকল্পনা হারিয়ে ফেলে। বিশেষ করে রহমানুল্লাহ গুরবাজ পরিস্থিতি বুঝে খেলতে না পারায় দল ক্ষতিগ্রস্ত হয়। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি।
শেষ পর্যন্ত বাংলাদেশের জয়কে প্রাপ্য অভিহিত করে রমিজ রাজা বলেন, “বাংলাদেশ দারুণ খেলেছে। এই জয়ে তারা এখনো টুর্নামেন্টে টিকে আছে। তাদের অভিনন্দন।”
আরও পড়ুন: