আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন ওয়াসিম জাফর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩৮

শেয়ার

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন ওয়াসিম জাফর
ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। ছবি: সংগৃহীত।

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর মনে করেন, আফগানিস্তানকে এখনই এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। তাঁর যুক্তি, টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এখনো দেড়শ রানের লক্ষ্যও সফলভাবে তাড়া করতে পারেনি রশিদ খানরা। তাই বাংলাদেশের কাছে হারের পর আফগানদের দুর্বলতাগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মত দেন তিনি।

 

এশিয়া কাপের নাটকীয় ম্যাচ শেষে ইএসপিএনক্রিকইনফোতে আলোচনায় জাফর প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। ব্যাট হাতে দারুণ সূচনা করেও শেষদিকে ছন্দ হারিয়েছিল দল, তবুও ম্যাচে জয় তুলে নেওয়ায় মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান।

 

জাফরের ভাষায়, “পাওয়ারপ্লেতে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৮৭ রান তুলেছিল, কিন্তু শেষের ১০ ওভারে কেবল ৬০–৬৫ রানের মতো এসেছে। রানটা কম হয়েছিল। তবে বোলিং ও ফিল্ডিংয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে। নাসুম, রিশাদদের পারফরম্যান্স ছিল অসাধারণ।”

 

বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন নিয়েও শুরুতে সংশয় ছিল জাফরের মনে। তবে জয় দিয়ে সেই পরিবর্তনগুলোকে সার্থক করেছে দল, যা তাঁর চোখে পুরো গ্রুপকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। “শেষ ভালো যার সব ভালো তার”, বাংলাদেশ যেন সেই প্রবাদটাই প্রমাণ করল, মন্তব্য জাফরের।

 

এখন সব নজর আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে। হারের ফলে সুপার ফোরে উঠতে পারবে না আফগানিস্তান, তাই যেকোনো মূল্যে জয়ের লক্ষ্য নিয়ে নামবে তারা। তবু লঙ্কানদের এগিয়ে রাখছেন জাফর। তাঁর বিশ্লেষণ, “আফগানিস্তান সব দিক থেকেই লড়বে, তবে রান তাড়া করতে গিয়ে ওরা ভড়কে যায়। ভালো দলের বিপক্ষে দেড়শ পার হয়নি কখনো। শ্রীলঙ্কা দলটা শক্তিশালী, ভালো স্পিনারও আছে। লড়াই হবে জমজমাট, তবে আমার কাছে শ্রীলঙ্কাই এগিয়ে।”